শীতে পলিথিনে AC ঢাকছেন? ভুলেও করবেন না এই কাজ, দু’দিনেই হয়ে যাবে বিকল!

Air Conditioner Care

সৌভিক মুখার্জী, কলকাতা: শীত পড়লেই যেন ঘরের এসি আর ফ্যানগুলি ছুটি পায়। তবে আপনি কি জানেন, ঠিক মতো যদি আপনি এসি না ঢাকেন বা যত্ন (Air Conditioner Care) না করেন, তাহলে কয়েক মাসের মধ্যেই তার পারফরম্যান্স খারাপ হতে পারে? হ্যাঁ, ধুলো, আর্দ্রতা বা বৃষ্টির জলে এসির পার্টস অজান্তেই নষ্ট হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছে, শীতকালে এসিগুলিকে একটু বাড়তি যত্ন নিতে হবে। যাতে গরমকালে ঠিকভাবে এগুলো চলে। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে আপনার এসি ঢাকবেন এবং কী কী বিষয় মাথায় রাখবেন।

পলিথিনে মোটেও ঢাকবেন না

অনেকে শীতকালে এসি ঢাকতে পলিথিন ব্যবহার করে থাকে। তবে এটাই হচ্ছে সবথেকে বড় ভুল। কারণ, পলিথিনে এসি ঢাকলে ভিতরে বাতাস চলাচল বন্ধ হয়ে যায়। ফলে কন্ডিশনার ইউনিটে ধুলো পড়ে। এমনকি পোকামাকড়ের বাসা পর্যন্ত বাঁধে। বরং এমনভাবে কভার তৈরি করুন, যাতে সামান্য হলেও বাতাস চলাচল করতে পারে।

প্লাই কভার ব্যবহার করুন

যদি আপনার এসির আউটডোর ইউনিট খোলা জায়গায় লাগানো থাকে, তাহলে অবশ্যই প্লাই কভার বানিয়ে নিন। এতে আলাদা করে ঢাকার কোনও দরকার পড়বে না। আবার বৃষ্টির জল থেকেও সুরক্ষা পাবেন।

বাজারের রেডিমেড কভারে ভরসা করবেন না

বাজারে অল্প পয়সার যে সমস্ত রেডিমেড কভারগুলি পাওয়া যায়, সেগুলি দেখতে আকর্ষণীয় হলেও গুণগত মান খুব একটা ভালো হয় না। এগুলোতে বাতাস চলাচল হয় না, সাথে আর্দ্রতাও রোধ করতে পারে না। বিশেষজ্ঞরা বলছে, যদি পারেন তাহলে কাঠের কভার ব্যবহার করুন। এতে আর্দ্রতা জমতে পারবে না আর ধুলোও আটকাবে না। পাশাপাশি ভিতরে বাতাস চলাচল করতে পারবে স্বাভাবিকভাবে।

নিয়মিত পরিষ্কার রাখুন

শুধু ঢেকে দিলেই কাজ হবে না। শীতকালে অন্তত মাসে একবার কভার খুলে বাইরে থেকে ধুলো ঝারার চেষ্টা করুন। আর এতে মেশিনের ভিতরে ময়লা জমে নষ্ট হবে না। পাশাপাশি গরম পড়লে কভার খুলে দেওয়ার পরও ভালো করে পরিষ্কার করে নিতে হবে।

আরও পড়ুনঃ লক্ষ্য হাইস্পিড ইন্টারনেট সরবরাহ, কলকাতা সহ ৯ শহরে স্যাটেলাইট ষ্টেশন গড়বে Starlink

উল্লেখ করার বিষয়, যদি আপনার এসি খোলা রোদের মধ্যে লাগানো থাকে, তাহলে অবশ্যই কভারটি ইউভি রেসিস্ট্যান্ট হওয়া দরকার। এটি করলে সূর্যের রশ্মিতে এসির কালার কোনওভাবেই ফিকে হয়ে যাবে না এবং বছরের পর বছর ধরেই একই রং বজায় থাকবে।

Leave a Comment