সহেলি মিত্র, কলকাতা: একটানা কনকনে ঠান্ডার পর অবশেষে কিছুটা হলেও যেন তাপমাত্রা উর্দ্ধমুখী হল বাংলার। হাওয়া অফিস জানিয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গে কিছুটা বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিমের জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে লক্ষ্য করা গিয়েছে। তবে কিছুদিনের জন্য শীতের ইনিংস থামলেও ফের শীতের দাপট স্বমহিমায় শুরু হবে। যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের ঝোড়ো ব্যাটিং চলছে। বলা ভালো নতুন বছর থেকে আরও বেশি ঠান্ডা পড়ছে কিছু জেলায়। আজ শনিবারও জেলায় জেলায় ঠান্ডা অব্যাহত থাকবে বলে খবর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজও জেলায় জেলায় রেকর্ড শীত অব্যাহত থাকবে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, নদীয়া, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, বীরভূম জেলায়। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের ওপর। এর পাশাপাশি ঘন কুয়াশার দাপট থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর জেলায়।
আগামীকাল অর্থাৎ রবিবারও উত্তর ২৪ পরগনা থেকে শুরু করে দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, নদিয়া, বীরভূম সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গেই কুয়াশার জোরালো দাপট বজায় থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আজ শনিবার দার্জিলিং জেলার এক বা দুটি জায়গায় হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে।
আরও পড়ুনঃ ভরা পৌষে বাড়বে দক্ষিণবঙ্গে তাপমাত্রা, কোথায় কোথায় হবে বৃষ্টি? আজকের আবহাওয়া
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামী সাত দিন ধরে পশ্চিমবঙ্গ জুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা বেশি, যদিও সকালের দিকে কিছু জায়গায় অগভীর থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আইএমডি কলকাতা জানিয়েছে যে রবিবার থেকে উপ-হিমালয় জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে।