প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচনের আগে ফের সিউড়িতে গোষ্ঠীদ্বন্দ্ব! বোমাবাজি এবং মারধরের কারণে হাসপাতালে চিকিৎসাধীন আহত ২ তৃণমূল কর্মী। বিগত কয়েকদিন ধরে ভিনরাজ্যে বাঙালির পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের ঘটনা বারংবার উঠে আসছে খবরের শিরোনামে। আর তারই প্রতিবাদে বঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ভাষা আন্দোলন।
গত সোমবার, ভাষা আন্দোলনের সূচনা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন বীরভূমে। কাজ সম্পূর্ণ হওয়ার পর জেলা ছাড়তেই ফের বীরভূমের দুই কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল ও কাজল শেখের গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে। চাঞ্চল্যকর পরিস্থিতি গোটা এলাকায়।
ঠিক কী ঘটেছে?
স্থানীয় সূত্র অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ মঙ্গলবার, সন্ধ্যায় বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত অবিনাশপুর অঞ্চলে। সেখানে বাস স্ট্যান্ডের সামনেই তৃণমূলের দুই গোষ্ঠী অর্থাৎ অনুব্রত গোষ্ঠী ও কাজল গোষ্ঠীর মধ্যে আচমকা ব্যাপক মারামারি শুরু হয়ে যায়। শুধু তাই নয়, তার সঙ্গে পাল্লা দিয়ে চলে দেদার বোমাবাজিও। অভিযোগ, অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর তৃণমূল নেত্রী তনুজা ধীবরের স্বামী চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। সেইসময় রড দিয়ে তাঁর মাথায় আচমকা আঘাত করা হয়। তারপরেই দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় তুমুল দ্বন্দ্ব।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ
পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ঠিক তখনই ঘটনাস্থলে উপস্থিত হয় সিউড়ি থানা পুলিশ। কোনরকমে এলাকায় স্বাভাবিক পরিস্থিতি নিয়ে আসা হয়। তবে এই ঘটনায় দু’জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশের তরফে তাঁদের সঙ্গে সঙ্গে স্থানীয় সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাজল শেখের বা তাঁর অনুগামীদের কোনও বক্তব্য যেমন মেলেনি ঠিক তেমনই অনুব্রত মণ্ডলের তরফেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: ভারী বৃষ্টিতে ফুঁসছে তিস্তা! ভূমিধসে বিপর্যস্ত জাতীয় সড়ক, বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ
উল্লেখ্য, ভাষা আন্দোলনের সূচনা করতে দু’দিনের জন্য বীরভূম সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দলীয় শৃঙ্খলা রক্ষা ও বাঙালির গৌরব রক্ষার বার্তার আবহেই ফের বীরভূমে শুরু হল গোষ্ঠীদ্বন্দ্ব। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জেলা ছাড়তেই প্রকাশ্যে এল অনুব্রত এবং কাজল শেখের গোষ্ঠীদ্বন্দ্ব। নির্বাচনের আগে বীরভূমের ফের এই পরিস্থিতি নিয়ে বেজায় চিন্তায় তৃণমূল শিবির।