শুক্রেও‌ ভারী বর্ষণ উত্তর থেকে দক্ষিণে! ভাসবে একাধিক জেলা, আগামীকালের আবহাওয়া

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: আজও সকাল থেকে রাজ্যের একাধিক জেলায় আকাশের মুখ ভার। কোথাও কোথাও এক পশলা হয়েই চলেছে বৃষ্টি, যেন বিরাম নেই। এদিকে পশ্চিমী জেলা সহ দক্ষিণ ২৪ পরগনার একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কপালে চিন্তার ভাঁজ দেখা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের। এমতাবস্থায় বৃষ্টি দুর্যোগ নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। জানা গিয়েছে আগামী বেশ কয়েকদিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, জেলায়-জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, এইমুহুর্তে মধ্য বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি সক্রিয় মৌসুমি অক্ষরেখা ফিরোজপুর, কারনাল, মোরাদাবাদ, খেরি, জলপাইগুড়ি বরাবর উত্তর পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। ফলে চলতি সপ্তাহেও বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে বঙ্গে। রাজ্যের প্রায় সর্বত্র বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি তো কখনও আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একনজরে জেনে নেওয়া যাক আগামীকালের আবহাওয়া সম্পর্কে বিস্তারিত।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

হাওয়া অফিসের শেষ বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ শুক্রবার, কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়়া, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি চলবে। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন: যৌন হেনস্তার অভিযোগ, বাংলা থেকে সরানো হচ্ছে কার্তিক মহারাজকে! গন্তব্য কোথায়?

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি দুর্যোগ বহাল থাকবে। জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ শুক্রবার, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। যার দরুন ওই চার জেলার কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টি থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী সোমবার পর্যন্ত উত্তরে এমনই আবহাওয়া বজায় থাকবে বলে জানা গিয়েছে।

Leave a Comment