‘শুধু এই প্লেয়ারকেই নিজেদের মনে করে KKR!’ IPL নিলাম তুলে দেওয়ার দাবি কোচ নায়ারের

Kolkata Knight Riders head coach on IPL auction and revealed a big secret

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 64 কোটি 30 লাখ টাকাকে পুঁজি করে যাকে ইচ্ছে তাঁকেই দলে টেনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। KKR এর তরফে বিদেশীদের মধ্যে সবচেয়ে বেশি দাম পেয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তিনিই আজ পর্যন্ত সবচেয়ে বেশি দাম পাওয়া বিদেশিদের মধ্যে শীর্ষে। 25 কোটি 20 লাখের বিরাট অঙ্কে তাঁকে দলে নিয়ে শক্তি বাড়িয়েছে শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি। আর এসবের পরেই হঠাৎ পাল্টি খেলেন KKR এর প্রধান কোচ। অভিষেক নায়ারের বক্তব্য, তিনি চান না আর IPL নিলাম হোক।

IPL থেকে নিলামটাই তুলে দিতে বলছেন নায়ার

কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ যিনি কিছুদিন আগেই একের পর এক বিদেশী প্লেয়ারকে কেনার জন্য বিড করে যাচ্ছিলেন, সেই অভিষেক নায়ার বলছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেই নিলামটা উঠে যাওয়া উচিত। কিন্তু কেন এমন বক্তব্য? কলকাতার নতুন হেডস্যার একেবারে খোলাখুলি বললেন, হোম প্রোডাক্ট বা দেশীয় প্লেয়ারদের জন্য এই সিদ্ধান্ত নিতে চাইছেন তিনি।

আরও পড়ুনঃ সমস্যায় পড়তে পারে KKR! IPL-এ কদিন খেলতে পারবেন না মুস্তাফিজুর? জানাল BCB

KKR এর প্রধান কোচ একেবারে স্পষ্টভাবে অঙ্গকৃষ রঘুবংশীর নাম উল্লেখ করে বললেন, “11 বছর বয়স থেকে 20 বছর পর্যন্ত ও KKR দলের সঙ্গেই ছিল। আজও ও আমাদের সাথেই আছে। অন্যান্য দলগুলো যেখানে প্লেয়ার তুলে তাদের নিয়ে চর্চা করে আমরা সেখানে অনেক আগে থেকে প্লেয়ারদের নিয়ে পরিশ্রম করি। আজকে যদি অঙ্গকৃষকে অন্য কোনও দল কিনে নেয় তবে আমার খারাপ লাগবে। তাই আমি বিশ্বাস করি ভারতে টি-টোয়েন্টি লিগে আগামী কয়েক বছরের মধ্যে নিলামের নিয়মটাই থাকা উচিত নয়।”

অবশ্যই পড়ুন: বাদ গিল! এন্ট্রি KKR তারকার, T20 বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা BCCI-র

KKR কোচের মতে, “এই নিলামটাই উঠিয়ে দেওয়া উচিত। অনেক দল নানান ভাবে চেষ্টা করছে। এতে ভাল রকম প্রভাব পড়বে বলে আমি আশা করছি।” এদিন নিলাম তুলে দেওয়ার বিষয়ে কথা বলার পাশাপাশি অঙ্গকৃষের প্রশংসায় পঞ্চমুখ হন অভিষেক। নায়ারকে বলতে শোনা যায়, “আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি অঙ্গকৃষ। ওকেই একমাত্র আমরা আমাদের নিজেদের প্লেয়ার বলে মনে করি। ও আমাদের KKR অ্যাকাডেমির খেলোয়াড়। সকলেই বলাবলি করেন তিনবার চ্যাম্পিয়ন হওয়ার কারণে আমাদের জার্সিতে তিনটি তারা আছে। আমি বলি অঙ্গকৃষ আমাদের চতুর্থ তারা।”

Leave a Comment