বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে IPL (Indian Premier League) থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। যেই ঘটনায় বেজায় চটেছে বাংলাদেশ। মুস্তাফিজুরের বাদ পড়া একেবারে হৃদয় নিয়ে ফেলেছে ওপার বাংলার অন্তর্বর্তীকালীন সরকার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতে দল পাঠাবে না বলেই জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ নিয়ে ICC কে চিঠি দিয়ে গোটা বিষয়টি জানানোর পাশাপাশি বাংলাদেশের ম্যাচগুলি ভারত থেকে সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে তারা। এখানেই শেষ নয়, সোমবার একেবারে বিবৃতি জারি করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের তরফে গোটা বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে IPL। তবে অনেকেই হয়তো জানেন না, বাংলাদেশ ছাড়াও বিশ্বের বেশ কিছু দেশ রয়েছে যেখানে IPL সম্প্রচারিত হয় না।
কোন কোন দেশে সম্প্রসারিত হয় না IPL?
মুস্তাফিজুর কাণ্ডে বিতর্কের জল গড়িয়েছে বহুদূর। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে ইতিমধ্যেই ভারত থেকে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানিয়ে অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে সূত্র বলছে, বিশ্ব ক্রিকেট সংস্থা ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলি সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। সব ঠিক থাকলে, বাংলাদেশের ম্যাচগুলি অনুষ্ঠিত হতে পারে শ্রীলঙ্কায়। এরই মাঝে বাংলাদেশ জুড়ে IPL নিষিদ্ধকরণ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
অবশ্যই পড়ুন: বাংলাদেশ ভারতে খেলতে না এলেও পরোয়া নেই! বিকল্প প্ল্যান BCCI-র
তবে জেনে রাখা প্রয়োজন, বাংলাদেশ ছাড়াও বিশ্বের এমন বেশ কিছু দেশ রয়েছে যেখানে সম্প্রচারিত হয় না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সেই তালিকায় একেবারে প্রথম দিকে রয়েছে পাকিস্তান। পাকিস্তানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ থেকে শুরু করে IPL সংক্রান্ত বিজ্ঞাপন সহ সমস্ত প্রচার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আসলে মুম্বই জঙ্গি হামলার পরই 2008 সালে পাকিস্তানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সম্প্রচার নিষিদ্ধ করে দেয় তৎকালীন পাক সরকার। সেই থেকে আজ পর্যন্ত পাকিস্তানে সম্প্রচারিত হয় না বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগ।
অবশ্যই পড়ুন: অনলাইনে কাটতে পারবেন না অগ্রিম টিকিট! বদলে গেল রেলের নিয়ম
তবে দুই ভাই অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তান ছাড়াও আফ্রিকার এমন অনেক দেশ রয়েছে যেই দেশগুলিতে সম্প্রসারিত হয় না IPL। সেই সব দেশের কিছু অংশে ভিপিএন দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দেখার চেষ্টা করেন ওই অঞ্চলের বাসিন্দারা। এছাড়াও এশিয়ার বেশ কিছু ছোট দ্বীপ রয়েছে যেখানে সম্প্রচারিত হয় না IPL। একই সাথে, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এমনকি শ্রীলঙ্কার কিছু অংশের বাসিন্দারা IPL এর বিনোদন থেকে বঞ্চিত।