শুধু রিয়াজুলই নয়, গীতাপাঠের দিন হিন্দু চিকেন প্যাটিসবিক্রেতাকেও মারধর!

Gita Path Event

প্রীতি পোদ্দার, কলকাতা: গত রবিবার অর্থাৎ ৭ ডিসেম্বর ব্রিগেডে গীতা পাঠের আয়োজন (Gita Path Event) করা হয়েছিল। কিন্তু সেই অনুষ্ঠানে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। ওইদিন চিকেন প্যাটিস বিক্রির ‘অপরাধে’ মুসলিম বিক্রেতা রেজাউলকে চরম মারধর করে অনুষ্ঠানে আসা একদল যুবক। লাথি মেরে ফেলে দেওয়া হয় তার বাক্স। আমিষের সঙ্গে ভেজ প্যাটিসও বিক্রি করছিলেন ওই বিক্রেতা। কিন্তু তার কোনও কথাই না শুনে তার উপরে চড়াও হয় কয়েকজন যুবক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। আর তাঁদের মধ্যে ছিলেন একজন হিন্দু। এবার সেই দিনের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন তিনি।

মারধরের মুখে হিন্দু বিক্রেতাও

৭ ডিসেম্বর ময়দানে গীতাপাঠের কর্মসূচিতে বিক্রেতা মহম্মদ সালাউদ্দিন এবং শেখ রিয়াজুল চিকেন প্যাটিস বিক্রি করছিলেন, আর সেই চত্বরেই চিকেন প্যাটিসের স্টল লাগিয়েছিলেন বর্ধমানের বাসিন্দা শ্যামল মণ্ডল নামে আরেক বিক্রেতা। এদিন যখন গীতা পাঠের কর্মসূচিতে যোগদানকারী কয়েকজন যুবক ওই মুসলিম বিক্রেতাদের ওপর চড়া হয়েছিল ঠিক সেই সময়ে একইভাবে হিন্দু বিক্রেতা শ্যামল মণ্ডলকেও হেনস্তার মুখে পড়তে হয়। এমনকি তিনি নিজেকে হিন্দু বলে দাবি করলেও আক্রমণকারীরা জোর জবরদস্তি তাঁকে মুসলিম বলে দাবি করে। গালিগালাজ এবং মারধরও করা হয় তাঁকে। আর তাতেই ভয়ে হাত পা কেঁপে উঠেছিল তাঁর।

৩ হাজার টাকার মাল নষ্টের অভিযোগ

এদিকে চিকেন প্যাটিস বিক্রেতা শেখ রিয়াজুল বলেন, “নাম বলতেই টেনে ফেলে দিল প্যাটিস। এসে জিজ্ঞাসা করল, ‘চিকেন প্যাটিস আছে ?’ তুলে ফেলে দিল। মারধরও করেছিল। বলছে, ‘এই তুই এখানে চিকেন প্যাটিস বিক্রি করছিস কেন ?’ আমি বলছি, ‘স্যার আমি চিকেন প্যাটিস ব্যবসা করছি। দেখুন দাদা, আমি জানি না। এখানে মাল নিয়ে এসেছি।’ ৩ হাজার টাকার মাল ছিল। সব মাল ফেলে দিয়েছে। এখনও গায়ে হাতে ব্যথা আছে। বড়ি খাচ্ছি। ব্যবসা তো করছি সবসময়। জীবনে কখনো হয়নি। এই প্রথম হল। ২০-২২ বছর ধরে ব্যবসা করছি।” স্বাভাবিকভাবে এখানে গোড়া

আরও পড়ুন: শুধু বাংলার সীমান্তেই বেড়া দেওয়া বাকি, অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে কড়া জবাব অমিত শাহের

প্রসঙ্গত, ৫০ বছরের রিয়াজুলের বাড়ি হুগলির আরামবাগে এবং সালাউদ্দিনের বয়স ৬০ বছর। তিনি কলকাতার তপসিয়ার বাসিন্দা। তাঁরা দুজনই এফআইআরে জানিয়েছেন, রবিবার দুপুর আড়াইটে নাগাদ ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রির সময় হেনস্থার শিকার হয়েছেন তাঁরা। এছাড়া আরও অভিযোগ, তাঁর ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯ (২), ১২৬ (২), ১১৫ (২), ২৯৯, ৩৫১ (৩), ৩২৩ (২) ধারায় মামলা রুজু হয়েছে। ইতিমধ্যে ময়দান থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

Leave a Comment