শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, এই প্রকল্পে মাসে ১০০০ টাকা পেনশন দেয় পশ্চিমবঙ্গ সরকার

Manabik Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: সাধারণ মানুষের কথা চিন্তা করে রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্র সরকার একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প চালু করে রেখেছে। যেমন পশ্চিমবঙ্গ সরকারের লক্ষীর ভান্ডারে মহিলারা প্রতিমাসে ১০০০ টাকা থেকে শুরু করে ১২০০ টাকা করে ভাতা পায়। ঠিক সেরকমই পশ্চিমবঙ্গের আরও একটি এমন প্রকল্প রয়েছে যেখানে প্রতি মাসে ১০০০ টাকা করে আর্থিক সহায়তা মেলে। হ্যাঁ, আজ আমরা বলছি রাজ্য সরকারের মানবিক স্কিমের (Manabik Scheme) কথা। কিন্তু কীভাবে এখানে আবেদন করবেন, কারা আবেদন করতে পারবেন ইত্যাদি জানতে হলে প্রতিবেদনটি পড়ুন?

কী এই মানবিক স্কিম?

পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ বিভাগের তরফ থেকে এই স্কিমটি চালু করা হয়েছিল। মূলত মানবিক পেনশন প্রকল্প একটি আর্থিক সহায়তা কর্মসূচি, যেটি ২০১৮ সালে প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক পেনশন প্রদানের জন্যই চালু করা। এই প্রকল্পটি শুধুমাত্র তাদের জন্যই, যারা প্রতিবন্ধকতার কারণে কাজ করতে অক্ষম। আর এর মূল লক্ষ্য হল লাভজনক কর্মসংস্থানে নিযুক্ত হতে অক্ষম সত্ত্বেও তাদের জীবনযাত্রার মানকে আরও উন্নত করে তোলা।

কী কী সুবিধা মিলবে?

এই স্কিমের আওতায় অনুমোদিত পেনশনভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ডিবিটি-র মাধ্যমে ১০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে, যা দিয়ে তারা নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে পারবে।

কারা আবেদন করতে পারবে?

রাজ্য সরকারের এই স্কিমে আবেদন করতে গেলে কিছু যোগ্যতা পূরণ করতে হবে। আর সেগুলি হল—

  • আবেদনকারীকে অবশ্যই ৫০ শতাংশ প্রতিবন্ধী হতে হবে।
  • আবেদনকারীকে ন্যূনতম ১০ বছর পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয়।
  • সংশ্লিষ্ট মেডিকেল অফিসার দ্বারা স্বীকৃত প্রতিবন্ধী সার্টিফিকেট থাকতে হবে।

আরও পড়ুন: প্রকাশ্যে Samsung Galaxy S26 Ultra-র লঞ্চের দিনক্ষণ, দাম

আবেদন কীভাবে করবেন?

এই স্কিমে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। তার জন্য প্রথমে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। যারা গ্রামীণ এলাকায় বসবাস করে তারা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের অফিস বা সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির অফিসে গিয়ে আবেদন ফর্ম নিতে পারবে। কিন্তু যারা পৌর এলাকায় বসবাস করে তাঁদের মহকুমা কর্মকর্তার কার্যালয় বা এসডিও অফিস থেকে আবেদন ফর্ম নিতে পারবে। পাশাপাশি যারা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আওতায় বসবাস করে তাদের নিয়ন্ত্রক কার্যালয়, পশ্চিমবঙ্গ পুরভবন, বিধান নগর, কলকাতা ৭০০০৯১ অফিস থেকে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে।

এরপর আবেদন ফর্ম সংগ্রহ করে সেটি ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্প বা গ্রামীণ এলাকার ব্লক ডেভেলপমেন্ট অফিসার, পাশাপাশি পৌর এলাকার এসডিও অফিসে বা কলকাতা পৌর কর্পোরেশনে গিয়ে জমা দিতে হবে। তবে অবশ্যই তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে যেতে হবে। আর সেগুলি হল—

  • প্রতিবন্ধী সার্টিফিকেটের কপি,
  • পরিচয়পত্র হিসাবে আধার কার্ড,
  • ডিজিটাল রেশন কার্ড কিংবা ভোটার আইডি কার্ড,
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পৃষ্ঠার জেরক্স,
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

Leave a Comment