শুধু শিয়ালদা-এসপ্ল্যানেড নয়, ২২ আগস্ট তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন, জারি বিজ্ঞপ্তি

sealdah esplanade metro

সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড (Sealdah Esplanade Metro) অবধি ছুটবে মেট্রো। হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন পরেই এই দীর্ঘ রুটটিও পেয়ে যাবেন মেট্রো যাত্রীরা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২২ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এসপ্ল্যানেড-শিয়ালদা রুটে মেট্রো পরিষেবার উদ্বোধন হতে পারে। তবে চমকের কিন্তু এখানেই শেষ নয়, সেদিন আরও দুটি রুটে মেট্রো পরিষেবা শুরু হতে পারে বলে খবর। নিশ্চয়ই ভাবছেন সেই রুটগুলি কী কী? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

২২ আগস্ট তিনটি মেট্রো রুটের সূচনা!

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া খবর অনুযায়ী, ২২ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা মেট্রোর ৩টি নতুন রুটের উদ্বোধন করতে পারেন। সেই রুটগুলি হল নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর (জয় হিন্দ মেট্রো স্টেশন), হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) থেকে বেলেঘাটা (মেট্রোপলিটন) এবং শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড। অর্থাৎ এই শিয়ালদা এসপ্ল্যানেড রুটের মাধ্যমে একেবারে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ অবধি যাওয়া যাবে। স্বাভাবিকভাবেই এতে করে লাভবান হবেন নিত্য মেট্রো যাত্রীরা। বারবার মেট্রো বদলের ঝঞ্ঝাট থাকবে না।

Sealdah esplanade metro

লাভবান হবেন যাত্রীরা

মঙ্গলবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড-শিয়ালদহ অংশ পরিদর্শনকালে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও সতীশ কুমার সাংবাদিকদের জানান, আগামী সপ্তাহে কলকাতায় তিনটি মেট্রো লাইনে নতুন অংশ খোলার চেষ্টা চলছে। তিনটি নতুন মেট্রো লাইনের প্রস্তুতি পর্যালোচনা করতে সতীশ কুমার শহরে এসেছিলেন। তিনি গ্রিন লাইনের শেষ ধাপ অথবা এসপ্ল্যানেড এবং শিয়ালদহের মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ২.৬ কিলোমিটার, ইয়েলো লাইনের প্রথম ধাপ অথবা ৭ কিলোমিটার নোয়াপাড়া-বিমানবন্দর, এবং অরেঞ্জ লাইনের দ্বিতীয় ধাপ অথবা ৪.৫ কিলোমিটার রুবি-মেট্রোপলিটন অংশ। তিনটি নতুন মেট্রো লাইন কখন চালু হবে সে সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “শীঘ্রই।” এরপরে তিনি ইঙ্গিত দেন যে আগামী সপ্তাহে লাইনগুলি চালু করার প্রচেষ্টা চলছে। যাইহোক, মেট্রোর এহেন ঐতিহাসিক সিদ্ধান্তের জেরে লাভবান হবেন সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ আরও দূরে যাবে হাওড়া থেকে ছাড়া এই বন্দে ভারত এক্সপ্রেস, বিজ্ঞপ্তি জারি পূর্ব রেলের

সূত্রের খবর, মেট্রো কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর অনুষ্ঠানটি ইয়েলো লাইনের যশোর রোড মেট্রো স্টেশনে করার পরিকল্পনা করছে। সতীশ কুমার মেট্রো স্টেশন পরিদর্শন করেন, তার সাথে ছিলেন মেট্রো রেলওয়ের জিএম পি উদয় কুমার রেড্ডি এবং অন্যান্য কর্মকর্তারা। যাইহোক, ২২ আগস্ট বাংলার পাশাপাশি মোদী বিহারের চৌসায় ১,৩২০ মেগাওয়াট বক্সার তাপবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Comment