শুভমন গিলের বিশ্বরেকর্ড গুঁড়িয়ে দেওয়ার পথে স্মৃতি মান্ধানা!

Smriti Mandhana To break Shubman Gill big record

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সব ঠিক থাকলে এতদিনে ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) নামের পাশে মিসেস তকমা বসে যেত। তবে সেটা হয়নি। বাবার অসুস্থতার পর স্বইচ্ছায় নিজের বিয়ে ভেঙেছেন ভারতীয় মহিলা ক্রিকেটার। তবে জীবনের নতুন ইনিংস শুরু করা না হলেও 22 গজে সম্প্রতি জ্বলে উঠেছেন তিনি। একার হাতে প্রতিপক্ষের বোলারদের শায়েস্তা করতে একটুও পিছপা হন না এই খেলোয়াড়। গোটা বছরে ব্যাটে ঝড় তুলে বিভিন্ন সংস্করণ মিলিয়ে 1703 রান করেছেন এই ভারতীয় ওপেনার। পরিসংখ্যান বলছে, আর কিছু রান করলেই ভারতীয় টেস্ট এবং ওয়ানডে দলের অধিনায়ক শুভমন গিলের বিশ্বরেকর্ড ভেঙে দেবেন স্মৃতি।

শুভমনের রেকর্ড ভাঙবেন স্মৃতি মান্ধানা?

চলতি বছর চোট নিয়ে জর্জরিত থাকা শুভমন গিল আজ পর্যন্ত তিন সংস্করণ মিলিয়ে 1764 রান করেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বিশ্ব ক্রিকেটে এ বছর সবচেয়ে বেশি রান সংগ্রাহক হয়ে উঠেছেন টিম ইন্ডিয়ার এই তারকা ব্যাটার। তবে রানের নিরিখে পিছিয়ে নেই ভারতীয় মহিলা দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার স্মৃতিও। এবছর টপ অর্ডারে ধারাবাহিকতা বজায় রেখেছেন এই খেলোয়াড়। কিছুদিন আগে মহিলাদের একদিনের বিশ্বকাপে ভারতের সাফল্যের নেপথ্যেও বড় হাত রয়েছে মান্ধানার। বলে রাখি, এবছর স্মৃতি যদি আর 62 রান করতে পারেন তবে 2025 এ পুরুষ এবং মহিলা উভয় আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠবেন তিনি। ভেঙে যাবে গিলের রেকর্ড।

আরও পড়ুনঃ বিয়ের চাপ সামলাতে না পেরে আত্মহত্যা অভিনেত্রী নন্দিনীর, টলিউডে শোকের ছায়া

বলাই বাহুল্য, আজ অর্থাৎ মঙ্গলবার থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে ভারতীয় নারী দলের। এই আসরেই ব্যাট ঘুরিয়ে (এবছরের মধ্যে) মান্ধানা যদি আর 62 রান করতে পারেন সে ক্ষেত্রে সহজেই ভেঙে যাবে ভারতীয় অধিনায়ক গিলের দুর্দান্ত রেকর্ড। ক্রিকেট মহলের অনেকেরই দাবি, মান্ধানা এই মুহূর্তে যে ফর্মে রয়েছে তাতে প্রথম ম্যাচে এই কীর্তি করাটা তার পক্ষে খুব একটা সমস্যার হবে না।

অবশ্যই পড়ুন: ধোনির গাড়িতে সিগারেটের প্যাকেট, ধুমপান করেন মাহি? ভাইরাল ভিডিও

উল্লেখ্য, আজ পর্যন্ত ভারতীয় মহিলা দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার স্মৃতি মান্ধানা মোট 7টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে 629 রান করেছেন। সেই সাথে রয়েছে দুটি সেঞ্চুরিও। অন্যদিকে ওয়ানডেতে 117টি ম্যাচে অংশ নিয়ে 5322 রান করেছেন এই মহিলা ক্রিকেটার। এছাড়াও টি-টোয়েন্টি ক্রিকেটে আজ পর্যন্ত 4102 রান রয়েছে তাঁর। সবচেয়ে বড় কথা ভারতীয় মহিলা দলের ভরসাযোগ্য ব্যাটসম্যান তিনি।

Leave a Comment