শুভাংশু শুক্লা সহ ISS-কে দেখা যাবে ভারতেই! কখন, কোথায় জেনে নিন সময় ও তারিখ

সৌভিক মুখার্জী, কলকাতা: সন্ধ্যাবেলা মাথার উপর দিয়ে চলবে এক উজ্জ্বল তারা! তবে যে যে তারা নয়, বরং আন্তর্জাতিক মহাকাশ স্টেশন! হ্যাঁ, সেই স্টেশনের ভেতরেই রয়েছে ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)! এই দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে গোটা কেরল রাজ্য, যাকে একেবারে ঐতিহাসিক মুহূর্তও বলা চলে। কিন্তু কবে সেই শুভ দিনক্ষণ? চলুন জেনে নিই।

ঠিক কী ঘটতে চলেছে?

আজ হঠাৎ, 6 জুলাই রাত থেকে 10 জুলাই পর্যন্ত কেরালার আকাশে খালি চোখে দেখা যাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে। সূর্যাস্তের পর অথবা ভোরের ঠিক আগে আকাশে কিছুটা আলো থাকে। আর ঠিক সেই সময়েই দেখা যাবে এই অপরূপ দৃশ্য। কারণ সে সময় স্টেশনের ধাতব গায়ে সূর্যের আলো পড়বে এবং জ্বলজ্বল করে উঠবে।

কোন সময় দেখা যাবে?

জানা যাচ্ছে, রাত 7:56 মিনিটে দক্ষিণ-পশ্চিম আকাশে প্রথমবার এই দৃশ্যের দেখা মিলবে। আর 7:59 মিনিট নাগাদ এটি প্রায় মাথার উপর দিয়েই চলবে। পাশাপাশি 8:03 মিনিটে এটি অদৃশ্য হয়ে উত্তর-পূর্ব আকাশে চলে যাবে। আর প্রায় সাড়ে 6 মিনিট ধরে একটানা এই উজ্জ্বল তারাটির দেখা মিলবে।

আরও পড়ুনঃ বদলে গেল ৬৪ বছরের পুরনো নিয়ম, OBC নিয়ে বিরাট রায় সুপ্রিম কোর্টের

এরপর কখন দেখা যাবে?

এরপর 8 জুলাই রাত 7:10 মিনিটে আবারো দেখা যাবে এই অপরূপ দৃশ্য। যদিও আকাশের অবস্থানের কারণে আজ রাতের মতো তা পরিষ্কার না হতে পারে। আবার 9 জুলাই সকাল 5:50 মিনিট নাগাদ এই উজ্জ্বল দৃশ্য দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, 5:50 মিনিটে উত্তর-পশ্চিম আকাশে ফুটে উঠবে এই দৃশ্য। আর 5:53 মিনিটে একেবারে মাথার উপরে থাকবে। তবে 5:47 মিনিটে দক্ষিণ-পূর্ব আকাশে তা মিলিয়ে যাবে।

জানিয়ে রাখি, এই মুহূর্তে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন ভারতের গর্ব শুভাংশু শুক্লা, যিনি 10 জন আন্তর্জাতিক ক্রু সদস্যের সঙ্গে মহাকাশে কাজ করছেন। আর এবার আমরা ভারতের মাটি থেকেই তাকে দেখতে পাবো, যা সত্যিই গর্বের বিষয়। প্রসঙ্গত আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রায় 400 কিলোমিটার উচ্চতায় পৃথিবীর চারপাশে ঘোরে। আর এর গতি ঘন্টায় 27,500 কিলোমিটারের কাছাকাছি। দেখতেও প্রায় একেবারে ফুটবল স্টেডিয়ামের সমান।

Leave a Comment