সৌভিক মুখার্জী, কলকাতা: যারা রেলের চাকরির স্বপ্ন দেখেন এবং প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এবার রইল বিরাট সংবাদ। কারণ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবার মিনিস্ট্রিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরিতে নিয়োগের (Indian Railways Recruitment 2026) বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে চাকরি পেলে শুরুতেই দেওয়া হবে মোটা অংকের বেতন। আর ইতিমধ্যেই এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে। সবথেকে বড় ব্যাপার, চাকরিপ্রার্থীরা এখানে যে কোনও শাখায় স্নাতক হলেই আবেদন করতে পারবে। বিস্তারিত জানতে পড়ুন প্রতিবেদনটি।
ভারতের রেলে নিয়োগের বিজ্ঞপ্তি
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে আইসোলেটেড এবং মিনিস্ট্রিয়াল বিভাগে বিভিন্ন পদে রয়েছে। আর মোট শূন্যপদ রয়েছে ৩১২টি। তবে এর মধ্যে ল্যাব সহকারী গ্রেড-৩, কর্মী ও কল্যাণ পরিদর্শক, জুনিয়র ট্রান্সলেটর হিন্দি, টপ এন্ড ওয়েলফার ইন্সপেক্টর, সাইন্টিস্ট অ্যাসিস্ট্যান্ট, পাবলিক প্রসিডিউটর ইত্যাদি পদে নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট শাখায় স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে অবশ্যই যে কোনও স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকেই এই ডিগ্রি লাগবে।
বয়স সীমা কত চাওয়া হয়েছে?
এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন ১৮ বছর বয়স চাওয়া হয়েছে। তবে সর্বোচ্চ পদ অনুসারে ৪৩ বছর পর্যন্ত বয়স লাগবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন কাঠামো
এই পদে চাকরি পেলে প্রতি মাসে পে লেভেল ৭ অনুযায়ী ১৯,৯০০ টাকা থেকে ৪৪,৯০০ টাকা বেতন দেওয়া হবে। সঙ্গে মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং ভ্রমণ ভাতা অন্তর্ভুক্ত থাকবে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদেরকে লিখিত পরীক্ষা, দক্ষতার পরীক্ষা বা টাইপিং পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: লক্ষ্মীবারে অর্থের জোয়ার আসবে ৫ রাশির উপর! আজকের রাশিফল, ১৫ জানুয়ারি
কীভাবে আবেদন করবেন?
এখানে চাকরিপ্রার্থীদের অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন—
- প্রথমে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- তারপর RRB Ministerial & Isolated Recruitment 2026 লিংকটিতে ক্লিক করুন।
- তারপর নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে নিন।
- তারপর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করুন।
- তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে দিন।
- সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করুন। যেমনটা জানা যাচ্ছে, এখানে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের ৪৫০ টাকা করে ফি লাগবে। তবে অন্যান্য প্রার্থীদের ২৫০ টাকা করে ফি দিতে হবে।
উল্লেখ্য, এই পদে ৩০ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সেরে নেবেন।
RRB Ministerial & Isolated Recruitment 2026: Official Notification
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।