শুরুতেই বেতন ২৪,২৫০! ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে বহু শূন্যপদে নিয়োগ

RBI Recruitment 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল বিরাট সংবাদ। কারণ, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবার নিয়োগের (RBI Recruitment 2026) বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে মাধ্যমিক পাস করলেই প্রার্থীর আবেদন করতে পারছে। সবথেকে বড় ব্যাপার, এখানে শূন্যপদের সংখ্যা অনেক আর অনলাইনে মাধ্যমে আবেদন করা যাবে। পাশাপাশি শুরুতেই দেওয়া হবে মোটা অংকের বেতন। বিস্তারিত জানতে অবশ্যই পড়ুন প্রতিবেদনটি।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে নিয়োগের বিজ্ঞপ্তি

ভারতের রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে অফিস অ্যাটেনডেন্ট পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। আর এখানে মোট ৫৭২টি শূন্যপদ রয়েছে। তবে প্রত্যেকটি সার্কেলের জন্য ভিন্ন ভিন্ন শূন্যপদ রয়েছে। যেমন কলকাতার জন্য ৯০টি, বেঙ্গালুরুতে ১৬টি, ভুবনেশ্বরে ৩৬টি, চেন্নাইতে ৯টি, গুয়াহাটিতে ৫২টি, হায়দ্রাবাদে ৩৬টি, জয়পুরে ৪২টি, কানপুর এবং লখনউতে ১২৫টি, পাটনাতে ৩৭টি শূন্যপদ আছে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের শুধুমাত্র যে কোনও বোর্ড বা স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করতে হবে। এছাড়া আর কোনও রকম যোগ্যতা চাওয়া হয়নি। তবে অবশ্যই ১ জানুয়ারি, ২০২৬ তারিখের আগে মাধ্যমিক পাস করে থাকতে হবে।

বয়স সীমা কত লাগবে?

এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২৫ বছর বয়স চাওয়া হয়েছে। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রাণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।

বেতন কাঠামো

এখানে নির্বাচিত প্রার্থীরা প্রতিমাসে শুরুতেই ২৪,২৫০ টাকা বেতন পাবে এবং বেতন পৌঁছবে ৫৩,৫৫০ টাকা পর্যন্ত।

নিয়োগ প্রক্রিয়া

যোগ্য চাকরিপ্রার্থীদের এখানে অনলাইনে লিখিত পরীক্ষা এবং আঞ্চলিক ভাষা পরীক্ষা নেওয়া হবে। আর প্রতিটি বিভাগে ৩০ নম্বর ৩০টি প্রশ্ন থাকবে। তারপর যারা অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হবে, তাদেরকে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে চাকরিপ্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন—

  • প্রথমে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • তারপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তিটি খুঁজে বার করুন।
  • এরপর নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিন।
  • তারপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।
  • তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে দিন।
  • সবশেষে ফ্রি প্রদান করে সাবমিট করে দিন। এখানে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের ৪৫০ টাকা করে ফি লাগবে। তবে অন্যান্য প্রার্থীদের ৫০ টাকা ফি দিতে হবে।

উল্লেখ্য, এখানে ১৫ জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

আরও পড়ুন: ব্যাঘাত যোগে জীবন থেকে বাধা-বিপত্তি দূর হবে ৫ রাশির! আজকের রাশিফল, ১৬ জানুয়ারি

RBI Office Attendant Recruitment Official Notification: Download Now

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

Leave a Comment