সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের মধ্যে সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল ধামাকাদার সংবাদ। কারণ, কলকাতার ন্যাশনাল আরবান হেলথ মিশন সোসাইটির তরফ থেকে এবার নিয়োগের বিজ্ঞপ্তি (Kolkata NUHM Recruitment 2025) জারি করা হয়েছে, যেখানে চুক্তিভিত্তিক নিয়োগ করা হচ্ছে এবং অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করা যাচ্ছে। বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
কলকাতা ন্যাশনাল আরবান হেলথ মিশনে নিয়োগ
সম্প্রতি এনইউএইচএম-এর তরফ থেকে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে স্টাফ নার্স পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে এবং এখানে মোট ১৪৯ জনকে নেওয়া হবে। তবে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা কী দরকার?
যেমনটা জানানো হয়েছে, এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং-এ স্নাতক হতে হবে। এমনকি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে প্রার্থীদের নাম নথিভুক্ত থাকতে হবে। পাশাপাশি বাংলা ভাষায় লিখতে, বলতে এবং পড়তে জানতে হবে।
বয়স সীমা কত দরকার?
এখানে আবেদনের জন্য সর্বনিম্ন বয়সসীমা উল্লেখ করা নেই। তবে সর্বোচ্চ ৪০ বছরের প্রার্থীরা আবেদন করতে পারবে। এ ছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবে।
বেতন কাঠামো
এই পদে চাকরি পেলে প্রতি মাসে ২৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নিয়োগ প্রক্রিয়া
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। তবে সবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে।
আরও পড়ুনঃ সব সন্তানকে পৈতৃক সম্পত্তির ভাগ দিতে হবে? জানুন উত্তরাধিকারের আসল নিয়ম
আবেদন করবেন কীভাবে?
এই পদে আবেদন করার জন্য কলকাতা পুরসভার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর সেখানে হোমপেজে রিক্রুটমেন্ট সেকশনে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
বলে রাখি, এখানে আবেদনের শেষ তারিখ আগামী ১২ ডিসেম্বর। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আবেদনপত্র পাঠাতে হবে।
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।