সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুসংবাদ। ভারতের এভিয়েশন সেক্টরে কেরিয়ার গড়তে যারা ইচ্ছুক, তাদের জন্য আসলো বিরাট সুখবর। কারণ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়র এক্সিকিউটিভ পদে বিরাট নিয়োগের (AAI Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি করেছে। হ্যাঁ, প্রায় হাজারের কাছাকাছি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল বিভাগে।
তবে কোন কোন পদ রয়েছে, শূন্যপদ কত রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পদ এবং শূন্যপদের বিবরণ
জানা যাচ্ছে, এখানে জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে এবং মোট শূন্যপদ রয়েছে 976টি। তবে আর্কিটেকচার বিভাগে 11টি, ইঞ্জিনিয়ারিং সিভিল বিভাগে 199টি, ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল বিভাগে 238টি, ইলেকট্রনিক্স বিভাগে 527টি এবং ইনফরমেশন টেকনোলজি বিভাগে 31টি শূন্যপদ থাকবে।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের B.Arch (Architecture), B.Tech/B.E (Civil, Electrical, Electronics ইত্যাদি শাখায়), MCA (Master of Computer Applications) ডিগ্রিগুলির মধ্যে যেকোনো একটি থাকতে হবে। তাহলে আবেদন করা যাবে।
বয়স সীমা কত দরকার?
এখানে সর্বোচ্চ 27 বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধসীমায় ছাড় পাবে।
বেতন কাঠামো
জুনিয়র এক্সিকিউটিভ পদে চাকরি পেলে প্রতি মাসে 40,000 টাকা থেকে শুরু করে 1,40,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এর সঙ্গে অন্যান্য ভাতা যুক্ত থাকবে।
নিয়োগ প্রক্রিয়া
প্রার্থীদের অনলাইনে লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন, ভাষাগত দক্ষতার পরীক্ষা এবং মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
আবেদন পদ্ধতি
আগ্রহী চাকরিপ্রার্থীরা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য প্রথমে কেরিয়ার সেকশনে গিয়ে Junior Executive Recruitment 2025 লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর সঠিক তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে অনলাইনে ফি জমা দিতে হবে দিয়ে সাবমিট করতে হবে।
উল্লেখ্য, এখানে আবেদন করার জন্য General/OBC/EWS প্রার্থীদের 300 টাকা করে আবেদন ফি দিতে হবে। তবে অন্যান্য প্রার্থীদের কোনোরকম ফি দরকার নেই।
আরও পড়ুনঃ মাত্র ২৬ দিনেই এক কোটি! খেল দেখাল মমতার ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্প
গুরুত্বপূর্ণ তারিখ
এই পদে গত 28 আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী 27 সেপ্টেম্বর পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।
অফিসিয়াল নোটিশ- ডাউনলোড করুন
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।