শুরুতেই বেতন ৪৪,৯০০! ভারতীয় রেলে ৪৩৪ শূন্যপদে প্যারামেডিকেল নিয়োগ

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য আবারো দুর্দান্ত সুখবর আনলো ভারতীয় রেল। হ্যাঁ, প্রতিবারের মতো এবারও রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বহু প্রতীক্ষিত প্যারামেডিকেল নিয়োগের (RRB Paramedical Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি করেছে। দেশের বিভিন্ন অঞ্চলের হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোতে মোট 434টি শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

তবে কোন কোন পদ রয়েছে, শূন্যপদ কত রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত দরকার, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ

ভারতীয় রেলের তরফ থেকে নার্সিং সুপারেনটেনডেন্ট, ফার্মাসিস্ট, এক্স-রে টেকনিশিয়ান, ডায়ালিসিস টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান ইত্যাদি পদে নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে মোট 434টি। এক্ষেত্রে নার্সিং সুপারেনটেনডেন্ট পদে 272টি, ফার্মাসিস্ট পদে 105টি, এক্স-রে টেকনিশিয়ান, ডায়ালাইসিস টেকনিশিয়ান এবং ইসিজি টেকনিশিয়ান পদে 4টি করে শূন্যপদ রয়েছে। 

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

যেমনটা জানানো হয়েছেম নার্সিং সুপারেনটেনডেন্ট পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে GNM বা B.Sc Nursing ডিগ্রি অর্জন করতে হবে। ফার্মাসিস্ট পদে আবেদন করার জন্য ফার্মাসিস্টে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে। এক্স-রে টেকনিশিয়ান পদে আবেদন করার জন্য রেডিওগ্রাফিতে ডিপ্লোমা অর্জন করতে হবে। ডায়ালিসিস টেকনিশিয়ান পদে আবেদন করার জন্য B.Sc সহ হেমোডায়ালিসিসে ডিপ্লোমা অর্জন করতে হবে।

বয়স সীমা কত দরকার?

এখানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকম বয়স সীমা চাওয়া হয়েছে। যেমন নার্সিং সুপারেনটেনডেন্ট পদে 20 থেকে 43 বছর, ফার্মাসিস্ট পদে 20 থেকে 38 বছর, এক্স-রে টেকনিশিয়ান পদে 19 থেকে 36 বছর এবং বাদবাকি পদে 18 থেকে 36 বছর বয়স লাগবে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন বেতন কাঠামো রয়েছে। যেমন নার্সিং সুপারেনটেনডেন্ট পদে চাকরি পেলে প্রতি মাসে 44,900 টাকা, ফার্মাসিস্ট পদে 29,200 টাকা, এক্স-রে টেকনিশিয়ান পদে 29,200 টাকা, হেলথ ইন্সপেক্টর পদে 35,000 টাকা, ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে 21,700 টাকা বেতন দেওয়া হবে। 

নিয়োগ প্রক্রিয়া

যোগ্য এবং আগ্রহী চাকরিপ্রার্থীদের এখানে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

আবেদন পদ্ধতি

আগ্রহী চাকরিপ্রার্থীরা RRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন সেরে নিতে পারবে। এর জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নিজের ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, আবেদন করার জন্য সাধারণ / OBC / EWS প্রার্থীদের 500 টাকা এবং SC/ST/ESM/মহিলা প্রার্থীদের 250 টাকা আবেদন ফি জমা দিতে হবে, যা CBT পরীক্ষায় অংশগ্রহণ করলে ফেরত যোগ্য।

আরও পড়ুনঃ ৩.৫ কোটি চাকরি! ১ আগস্ট থেকে লাগু হচ্ছে PM বিকশিত ভারত রোজগার যোজনা

গুরুত্বপূর্ণ তারিখ

এখানে আবেদন শুরু হবে আগামী 9 আগস্ট থেকে এবং আবেদন চলবে আগামী 8 সেপ্টেম্বর পর্যন্ত। তাই নির্দিষ্ট সময় সীমার মধ্যে অবশ্যই আবেদন সেরে নিতে হবে।

অফিসিয়াল নোটিফিকেশন- Download Now

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

Leave a Comment