শুরুতেই বেতন ৪৮,৪৮০! স্নাতক পাসে PNB-তে ৭৫০ শূন্যপদে নিয়োগ

PNB Recruitment 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে ৭৫০ শূন্যপদে নিয়োগের (PNB Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে স্নাতক পাস করলেই প্রার্থীরা খুব সহজে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এমনকি এই পদে চাকরি পেলে শুরুতেই দেওয়া হবে মোটা অঙ্কের বেতন। এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে নিয়োগের বিজ্ঞপ্তি

সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে স্থানীয় ব্যাঙ্ক কর্মকর্তা বা লোকাল ব্যাঙ্ক অফিসার পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। মোট শূন্যপদ রয়েছে ৭৫০টি। তবে প্রত্যেকটি রাজ্য ভেদে ভিন্ন ভিন্ন শূন্যপদ রয়েছে। পশ্চিমবঙ্গ নিয়ে যদি আলোচনা করি, তাহলে বাংলার ক্ষেত্রে মোট ৯০টি শূন্যপদ পাওয়া যাবে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ভারত সরকার বা যে কোনও নিয়ন্ত্রক সংস্থা দ্বারা অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক থাকতে হবে এবং বৈধ মার্কশিট বা ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে।

বয়স সীমা কত লাগবে?

এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর বয়স চাওয়া হয়েছে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো কী রয়েছে?

এই পদে চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে ৪৮,৪৮০ টাকা থেকে শুরু করে ৮৫,৯২০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া

যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের চারটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে অনলাইনে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপর স্ক্রীনিং টেস্ট নেওয়া হবে। তারপর ভাষাগত দক্ষতার পরীক্ষা নেওয়া হবে। এরপর ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • এরপর কেরিয়ার বিভাগে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বের করুন।
  • এরপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
  • এরপর আবেদনপত্রটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
  • সবশেষে আবেদন ফি দিয়ে সাবমিট করুন।

আরও পড়ুনঃ ভগবান বিষ্ণুর দশ অবতারের মধ্যে নেই শ্রীকৃষ্ণর নাম! দেখুন বাকিদের তালিকা

জানিয়ে রাখি, এখানে ৩ নভেম্বর থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত আবেদন চলবে। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

PNB Official Notification- Download Now

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

Leave a Comment