সৌভিক মুখার্জী, কলকাতা: বেকারদের জন্য সুখবর। আপনি যদি প্রযুক্তি, কৃষি, আইন বা মানবসম্পদ বিভাগে মার্কেটিং-এর মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জন করতে চান এবং উঁচু পোস্টে চাকরি খুঁজে থাকেন, তাহলে আপনার জন্য রইল আজকের প্রতিবেদনটি। কারণ ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের তরফ থেকে 1000-র বেশি শূন্যপদে স্পেশালিস্ট অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে পুরুষ-মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে।
কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, মোট শূন্যপদ কত রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পদ এবং শূন্যপদের বিবরণ
IBPS-র তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগ করা হবে, যেখানে মোট 1007 টির বেশি শূন্যপদ থাকবে। তবে বলে রাখি, এই নিয়োগের আওতায় ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং আরও অন্যান্য পাবলিক সেক্টর ব্যাঙ্কে পোস্টিং দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
যেহেতু স্পেশালিস্ট অফিসারের মধ্যে বিভিন্ন বিভাগ রয়েছে, তাই প্রত্যেকটি বিভাগের জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতা চাওয়া হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, আইটি অফিসার পদে আবেদন করার জন্য কম্পিউটার, ইলেকট্রনিক্স বা আইটি ইঞ্জিনিয়ারিং-এ চার বছরের ডিগ্রি থাকতে হবে। কৃষি অফিসার পদে আবেদন করার জন্য কৃষি, ডেইরি বা ফুড টেকনোলজিতে চার বছরের ডিগ্রি অর্জন করতে হবে। মার্কেটিং অফিসার পদে আবেদন করার জন্য মার্কেটিং বা সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে।
বয়স সীমা কত লাগবে?
এখানে নূনতম 20 বছর থেকে সর্বোচ্চ 30 বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্ব সীমায় ছাড় দেওয়া হবে।
বেতন কাঠামো
জানা যাচ্ছে, এই পদে চাকরি পেলে 48,480 টাকা থেকে বেতন শুরু হবে। এরপর ধাপে ধাপে 85,920 টাকা পর্যন্ত বেতন পৌঁছতে পারে। এর সঙ্গে যুক্ত থাকবে অন্যান্য ভাতা।
নিয়োগ প্রক্রিয়া
চাকরিপ্রার্থীদের এখানে প্রাথমিক অনলাইন পরীক্ষা, মেইন অনলাইন পরীক্ষা, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আবেদন পদ্ধতি
প্রার্থীদের IBPS-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
- এরপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করুন।
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করুন।
- এরপর আবেদন ফি জমা দিন এবং সাবমিট করুন।
বলে দিই, এখানে UR/OBC/EWS প্রার্থীদের আবেদন করার জন্য 850 টাকা ফি লাগবে, তবে SC/ST/PwBD প্রার্থী হলে 175 টাকা ফি দিলেই হবে।
আরও পড়ুনঃ PAN Card 2.0-র জন্য কীভাবে আবেদন করবেন? রইল স্টেপ বাই স্টেপ প্রসেস
গুরুত্বপূর্ণ তারিখ
যেমনটা জানা যাচ্ছে, এখানে 1 জুলাই, 2025 থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী 21 আগস্ট, 2025 তারিখ পর্যন্ত। তাই নির্দিষ্ট সময় সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।