শুরুতেই বেতন ৫৫,২০০! রিজার্ভ ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ

RBI Recruitment 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুযোগ। দেশের সবথেকে মর্যাদাপূর্ণ আর্থিক সংস্থা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার গ্রুপ বি অফিসার পদে নিয়োগের (RBI Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি করেছে। এই পদে নিয়োগ শুধুমাত্র দেশের চাকরি নয়, বরং অর্থনীতি নির্ধারণের সঙ্গেও সরাসরি যুক্ত হওয়া। এ বছর মোট 120 টি শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। এমনকি 10 সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে। আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত বিবরণ তুলে ধরা হল।

পদ এবং শূন্যপদের বিবরণ

রিজার্ভ ব্যাঙ্কের প্রকাশিত একটি শর্ট নোটিফিকেশন অনুযায়ী জানা যাচ্ছে, Officers in Grade ‘B’ (DR) পদে নিয়োগ করা হবে, যেখানে জেনারেল বিভাগে 83 টি, DEPR বিভাগে 17 টি এবং DSIM বিভাগে 20 টি মিলিয়ে মোট 120 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কী দরকার?

এখানে প্রতিটি ক্যাডারের জন্যই আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। সেগুলি হল—

  • Grade B (General)- এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  • Grade B (DEPR)- এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের ইকোনমিক্স বা ফাইন্যান্সে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
  • Grade B (DSIM)- এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের পরিসংখ্যান, গাণিতিক পরিসংখ্যান, অর্থনীতি, ডেটা সায়েন্স, এআই, এমএল, বিগ ডেটা অ্যানালিটিক্স ইত্যাদি বিভাগে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

বয়স সীমা কত দরকার?

এখানে আবেদন করার জন্য নূন্যতম 21 বছর বয়স সাওয়া হয়েছে এবং সর্বোচ্চ 30 বছর বয়স লাগবে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

এখানে বেসিক বেতন শুরু হবে প্রতি মাসে 55,200 টাকা থেকে। তবে পে-স্কেল থাকবে মোটামুটি 55,200 টাকা থেকে 99,750 টাকার মধ্যে।

নিয়োগ প্রক্রিয়া

চাকরিপ্রার্থীদের এখানে তিনটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে প্রিলিমস পরীক্ষা নেওয়া হবে। তারপর মেইন পরীক্ষা নেওয়া হবে। তারপর ইন্টারভিউ নেওয়া হবে। সব মিলিয়ে এই তিনটি ধাপের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রকাশ করা হবে।

আবেদন পদ্ধতি

যোগ্য ও আগ্রহী চাকরিপ্রার্থীরা রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.rbi.org.in/) যান।
  • এরপর “RBI Grade B Officer Recruitment 2025 Apply Online” অপশনটিতে ক্লিক করুন।
  • নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন করে নিন।
  • এরপর নিজের প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
  • এরপর অনলাইনে আবেদন ফি জমা দিয়ে সাবমিট করুন।

উল্লেখ্য, এখানে General/OBC/EWS প্রার্থীদের 850 টাকা এবং SC/ST/PwBD প্রার্থীদের 100 টাকা করে ফি লাগবে। তবে রিজার্ভ ব্যাঙ্কের কর্মীদের কোনোরকম ফি লাগবে না বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ ‘১৫ নম্বরেই হবে খেলা’, SSC পরীক্ষা নিয়ে বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী

গুরুত্বপূর্ণ তারিখ

এই পদে অনলাইনে আবেদন শুরু হবে আগামী 10 সেপ্টেম্বর থেকে এবং আবেদন চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সী সময়ের মধ্যে আবেদন সেরে নিতে হবে।

RBI Official Notification- ডাউনলোড করুন

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

Leave a Comment