সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। যারা ব্যাঙ্কের চাকরির স্বপ্ন দেখেন, তাদের জন্য বিশেষ করে আজকের প্রতিবেদনটি। কারণ, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এবার স্পেশালিস্ট অফিসার নিয়োগের (Bank of India Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এবং চাকরি পেলে শুরুতেই মোটা অংকের বেতন দেওয়া হবে। আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য তুলে ধরা হল।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নিয়োগের বিজ্ঞপ্তি
সম্প্রতি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে চিপ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার এবং ম্যানেজার পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। এখানে মোট শূন্যপদ রয়েছে ১১৫টি। এর মধ্যে SCALE IV পদের জন্য ১৫টি, SCALE III পদের জন্য ৫৪টি এবং SCALE II পদের জন্য ৪৬টি শূন্যপদ আছে।
শিক্ষাগত যোগ্যতা কী দরকার?
এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি দরকার। এর পাশাপাশি তথ্য প্রযুক্তি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স বা বিটেক অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।
বয়স সীমা কত লাগবে?
এখানে আবেদন করার জন্য নূন্যতম ২২ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর বয়স চাওয়া হয়েছে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়স ছাড় পাবে।
বেতন কাঠামো কী রয়েছে?
জানা গিয়েছে, MMGS-II পদের ক্ষেত্রে প্রতি মাসে ৬৪,৮২০ টাকা থেকে ৯৩,৯৬০ টাকা, MMGS-III পদের ক্ষেত্রে প্রতি মাসে ৮৫,৯২০ টাকা থেকে ১,০৫,২৮০ টাকা এবং SMGS-IV পদের ক্ষেত্রে প্রতি মাসে ১,০২,৩০০ টাকা থেকে ১,২০,৯৪০ টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া
আগ্রহী এবং যোগ্য চাকরিপ্রার্থীদের এখানে অনলাইনে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আবেদন পদ্ধতি
চাকরিপ্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- প্রথমে এখানে ক্লিক করুন।
- এরপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে নিন।
- এরপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন।
- সবশেষে সাবমিট করে দিন।
আরও পড়ুনঃ Tata Sierra বনাম Hyundai Creta! দাম, ফিচার্স ও স্পেসের দিক থেকে কোন গাড়ি এগিয়ে?
উল্লেখ্য, এখানে প্রার্থীরা ১৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবশ্যই আবেদন সেরে নেবেন।
Bank of India Official Notification- Download Now