শুরুতেই বেতন ৬৭,৭০০! AIIMS কল্যাণীতে পরীক্ষা ছাড়াই চাকরি

AIIMS Kalyani Recruitment 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সামনে এল বিরাট সুখবর। যারা চিকিৎসাবিজ্ঞানে উচ্চশিক্ষা সম্পন্ন করে সরকারি প্রতিষ্ঠানে কেরিয়ার গড়ার স্বপ্ন দেখেন, তাদের জন্য AIIMS নিয়ে আসলো চাকরির বিজ্ঞপ্তি। হ্যাঁ, কল্যাণী AIIMS-এর তরফ থেকে সিনিয়র রেসিডেন্ট পদে বড়সড় নিয়োগের (AIIMS Kalyani Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি হয়েছে।

তবে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ কত রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কত লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স অর্থাৎ AIIMS কল্যানীর তরফ থেকে সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেখানে 150টি শূন্যপদ থাকবে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

আগ্রহী চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করার জন্য MD / MS, DNB, DM / M.Ch বিষয়ে যেকোনো একটি ডিগ্রি থাকতে হবে। তবে হ্যাঁ, সংশ্লিষ্ট স্পেশালিটি ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স সীমা কত দরকার?

এখানে আবেদন করার জন্য সর্বোচ্চ 45 বছর বয়স চাওয়া হয়েছে। সর্বনিম্ন বয়স সংক্রান্ত কোনো তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

AIIMS-এর এই পদে চাকরি পেলে নিযুক্তরা প্রতিমাসে 67,700 টাকা করে বেতন পাবে। এর সঙ্গে মহার্ঘ ভাতা, এইচআরএ সহ অন্যান্য সুযোগ-সুবিধা যুক্ত থাকবে।

নিয়োগ প্রক্রিয়া

যোগ্য ও আগ্রহী চাকরিপ্রার্থীদের মূলত ইন্টারভিউ এর মাধ্যমেই নিয়োগ করা হবে। প্রথমে যোগ্যতার ভিত্তিতে শর্টলিস্টেড করা হবে। তারপর 11 ও 12 সেপ্টেম্বর AIIMS কল্যাণী ক্যাম্পাসে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ এর পারফরম্যান্স অনুযায়ী মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। সেই লিস্ট অনুযায়ী নিয়োগ করা হবে। কোনোরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না।

আরও পড়ুনঃ ঊর্ধ্বগতির বাজারেও ৩৭ হাজার টাকা ভরি বিকোচ্ছে সোনা, কোথায় জানেন?

আবেদন পদ্ধতি

এই পদে আবেদন করার জন্য AIIMS কল্যাণীর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। সর্বপ্রথম রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। তারপর স্ক্যান করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। সবশেষে সাবমিট করে দিতে হবে।

উল্লেখ্য, এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 25 আগস্ট, 2025 এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী 28 আগস্ট, 2025। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবশ্যই আবেদন সেরে নেবেন।

অফিসিয়াল নোটিফিকেশন- ডাউনলোড করুন

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

Leave a Comment