শুরুতেই বেতন ৭০,০০০! হুগলির স্বাস্থ্য দপ্তরে ৫৯৫ শূন্যপদে নিয়োগ

Hooghly District Job Vacancy 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গে থেকে চাকরির সুযোগ খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুসংবাদ। কারণ হুগলি জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে এবার নিয়োগের (Hooghly District Job Vacancy 2025) বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে জেলায় জাতীয় স্বাস্থ্য মিশন, জাতীয় আরবান হেলথ মিশন, আয়ুষ মিশনের আওতায় কাজ করার সুযোগ মিলবে। কিন্তু এখানে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। প্রার্থীরা অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবে এবং দেওয়া হবে মোটা অঙ্কের মাইনে। কিন্তু কারা আবেদন করতে পারবে, তা জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।

কোন কোন পদে নিয়োগ করা হবে?

জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে টেকনিক্যাল সুপারভাইজ়র, সাইকোলজিস্ট, পিয়ার সাপোর্ট, ব্লক এপিডেমোলজিস্ট, ব্লক পাবলিক হেল্‌থ ম্যানেজার, ব্লক ডেটা ম্যানেজার, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ভিবিডি মাল্টিরিহ্যাবিলিটেশন ওয়ার্কার, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটার, ডিস্ট্রিক্ট পিপিএম কোঅর্ডিনেটার ইত্যাদি পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। মোট শূন্যপদ রয়েছে ৫৯৫টি। এমনকি প্রত্যেকটি পদের জন্যই ভিন্ন ভিন্ন শূন্যপদ থাকবে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

এখানে প্রত্যেকটি পদের জন্যই ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। মূলত এই পদ্গুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের স্নাতক হতে হবে। এছাড়া সংশ্লিষ্ট শাখায় ডিগ্রি থাকতে হবে।

বয়স সীমা কত লাগবে?

অধিকাংশ পদেই আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স সীমা চাওয়া হয়েছে ৪০ বছর। তবে সর্বনিম্ন বয়স সম্পর্কিত কোনও তথ্য উল্লেখ করা নেই। কিন্তু কিছু কিছু পদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৫০ থেকে ৬৭ বছর অবধি নির্ধারণ করা হয়েছে। আবার সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবে।

কত টাকা বেতন দেওয়া হবে?

এই পদে নিযুক্ত হলে মূলত পদের উপর ভিত্তি করেই বেতন দেওয়া হবে। যেমনটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, নিযুক্তরা প্রাথমিকভাবে প্রতি মাসে ৭০ হাজার টাকা করে বেতন পাবে।
উল্লেখ করার বিষয়, এখানে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। শিক্ষাগত যোগ্যতা, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের উপর ভিত্তি করেই চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

যোগ্য ও আগ্রহী চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য হুগলি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজতে হবে। তারপর রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় ফি দিয়ে আবেদন সেরে নিতে হবে। যেমনটা খবর, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৫০ টাকা এবং অসংরক্ষিতদের ১০০ টাকা করে ফি লাগবে।

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের সুখবর শুনিয়ে ফের পতন সোনা, রুপোর দামে! আজকের রেট

তবে উল্লেখ করার বিষয়, এখানে ১২ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করা যাবে। আর ৩০ নভেম্বর আবেদন করার শেষ তারিখ। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেওয়া শ্রেয়।

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

Leave a Comment