শুরু হচ্ছে ট্রায়াল, ডিসেম্বরেই দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ছুটবে এই রুটে…

Vande Bharat Sleeper Train trial date and route

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় রেলের গর্ব, সেমি হাইস্পিড প্রযুক্তির বন্দে ভারত নিয়ে ভারতীয় যাত্রীদের কৌতূহলের অন্ত নেই। তবে এই মুহূর্তে এই ট্রেনটির নব প্রজন্মের সংস্করণ অর্থাৎ বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেনটি কবে ভারতীয় রেলের বুক চিড়ে ছুটবে সেই অপেক্ষাতেই আপাতত দিন গুনছেন দেশবাসী। এমতাবস্থায়, ভারতীয় রেলের তরফে উঠে আসছে বড় খবর। রেলের এক বিশ্বস্ত সূত্রের দাবি, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি চলতি মাস অর্থাৎ ডিসেম্বরের শেষ দিকে ভারতীয় রেলের ট্র্যাকে উঠতে পারে। ট্রেনটির প্রথম রুটও নাকি চূড়ান্ত করে ফেলেছে রেল।

কবে নাগাদ ট্র্যাকে উঠবে বন্দে ভারত স্লিপার?

আগেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়ে দিয়েছিলেন, চলতি মাস অর্থাৎ ডিসেম্বরেই চালু হয়ে যাবে বন্দে ভারত স্লিপার ট্রেনের পরিষেবা। রেলমন্ত্রী এও বলেছিলেন, ভারতীয় রেলের বুক চিড়ে ছোটার আগে এই ট্রেনটিতে বেশ কিছু বদল আসতে পারে। সেই মতোই হয়েছে কাজ। ইনফরমাল নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী, বেঙ্গালুরুর ভারত আর্থ মুভার্স লিমিটেডের কারখানায় বন্দে ভারত স্লিপারের দুটি র‍্যাকের কাজ একেবারে শেষ পর্বে।

রেলের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, আগামী 12 ডিসেম্বর প্রথম বন্দে ভারত স্লিপারের র‍্যাকটি রওনা দেবে উত্তর ভারতের উদ্দেশ্যে। রেলওয়ের সূত্র জানাচ্ছে, ভারতীয় রেলের উচ্চ পর্যায়ের তরফে অনুমতি পেলেই শুরু যাবে বন্দে ভারত স্লিপারের ট্রায়াল। বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, প্রথমে বন্দে ভারত স্লিপার ট্রেনের ট্রায়াল শুরু হতে পারে পাটনা-দিল্লি রুটে। নাম প্রকাশ না করার শর্তে রেলের এক কর্মকর্তা দাবি করেছেন, চলতি মাসের শেষের দিকেই বন্দে ভারত স্লিপারের পরিষেবা শুরু হয়ে যাবে।

এই রুটে প্রথম বন্দে ভারত স্লিপার চালানোর পরিকল্পনা রেলের

রেলমন্ত্রকের একটি সূত্র অনুযায়ী, রাজধানী এক্সপ্রেসের স্থলাভিষিক্ত হওয়ার জন্য তৈরি করা হচ্ছে বন্ধে ভারত স্লিপার। আশা করা যাচ্ছে, চলতি ডিসেম্বরের মধ্যেই প্রথম বন্ধে ভারত স্লিপার ট্রেনটি গোরক্ষপুর থেকে দিল্লি আবার দিল্লি থেকে গোরক্ষপুর রুটে চালানো হবে। আপাতত তেমনটাই পরিকল্পনা চলছে ভারতীয় রেলের অন্দরে। রেল বলছে, এই ট্রেন যে শুধুমাত্র যাত্রীদের সময় বাঁচাবে তাই নয়, একই সাথে পর্যটন এবং বাণিজ্যের ক্ষেত্রেও একাধিক সুবিধা দেবে। বিশেষজ্ঞদের মতে এই সেমি হাই স্পিড নতুন সংস্করণের বন্দে ভারত ভারতীয় রেলের আয় অনেকটাই বাড়াবে।

অবশ্যই পড়ুন: ওভারের প্রথম বলেই ক্লিন বোল্ড, এই বোলারের সামনে চলল না বৈভব সূর্যবংশীর জারি জুরি

উল্লেখ্য, সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি যেহেতু অন্যান্য দূরপাল্লার ট্রেনের মতোই দীর্ঘ দূরত্ব অতিক্রম করবে তাই এই ট্রেনের গতি থাকতে পারে ঘন্টায় 160 থেকে 180 কিলোমিটার। ভারতীয় রেলের বেশ কয়েকটি সূত্রের দাবি, অন্যান্য এক্সপ্রেস ট্রেনের থেকে এই ট্রেনের বৈশিষ্ট্যগুলি তাকে আলাদা করে তুলবে। 16 কোচের এই বন্দে ভারত স্লিপারে 11টি কোচ থার্ড এসি, 4টি কোচ সেকেন্ড এসি এবং বাকি একটি ফাস্ট ক্লাস এসি কোচ থাকছে। আপাতত যা খবর, থার্ড এসির জন্য এই ট্রেনের ভাড়া আনুমানিক 2,000 টাকা হবে।

Leave a Comment