বিক্রম ব্যানার্জী, কলকাতা: পরের সপ্তাহেই এশিয়া কাপ। প্রথম আসরেই মুখোমুখি হতে চলেছে হংকং এবং আফগানিস্তান। আর এর ঠিক পরের দিনই ওমানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে ভারতীয় দল। তবে এশিয়া কাপে ক্রিকেট ভক্তদের পাখির চোখ এখন 14 সেপ্টেম্বরের ভারত বনাম পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে। গত মে মাসের সংঘাতের পর প্রথমবারের মতো একই মঞ্চে পরস্পরের মুখ দেখবে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচের উন্মাদনার মাঝেই এবার শুরু হয়ে গেল এশিয়া কাপের টিকিট বিক্রি (Asia Cup Ticket Booking)।
পোর্টাল খুলে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল
9 সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ শুরুর ঠিক আগেই খুলে দেওয়া হল টিকিট বুকিং পোর্টাল। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে সে খবর জানিয়ে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পছন্দের ম্যাচের টিকিট বুক করার সময় দর্শকরা মূলত তিনটি আলাদা আলাদা প্যাকেজ দেখতে পাবেন। সেখান থেকেই ম্যাচের টিকিট বেছে নিতে হবে তাদের।
ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিট মূল্য কত?
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্যাকেজ 1 এ অন্তর্ভুক্ত করা এশিয়া কাপের গ্রুপ এ অর্থাৎ ভারত, পাকিস্তান, ওমান এবং আরব আমিরশাহীর ম্যাচের টিকিট। বলে রাখি, এই দলগুলির ম্যাচ দেখতে হলে টিকিটের প্রাথমিক মূল্য 475 দিরহাম, অর্থাৎ ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিটের প্রাথমিক মূল্য ভারতীয় মুদ্রায় 11 হাজার টাকা।
একইভাবে প্যাকেজ 2 বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে সুপার ফোরের ম্যাচের টিকিট। এই প্যাকেজের প্রাথমিক মূল্য 526 দিরহাম নির্ধারণ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, ভারতীয় মুদ্রায় যা 12,500 টাকা। অন্যদিকে 3 নম্বর প্যাকেজে রয়েছে দুটি সুপার 4 ম্যাচ। এক কথায়, প্রথম সেমিফাইনাল অর্থাৎ 25 সেপ্টেম্বরের A2 বনাম B2 টিমের ম্যাচ, 26 সেপ্টেম্বরের A1 বনাম B1 দলের ম্যাচ (দ্বিতীয় সেমিফাইনাল) এবং এশিয়া কাপের মহাফাইনাল অর্থাৎ 28 সেপ্টেম্বরের চূড়ান্ত ম্যাচ এই প্যাকেজে অন্তর্ভুক্ত রয়েছে। প্যাকেজ অনুযায়ী এই ম্যাচগুলির টিকিটের প্রাথমিক মূল্য 525 দিরহাম, ভারতীয় মুদ্রায় যা 12,500 টাকা।
𝐓𝐡𝐞 𝐰𝐚𝐢𝐭 𝐢𝐬 𝐨𝐯𝐞𝐫!🎉#DPWorldAsiaCup2025 ticket packages are now live! Grab your exclusive packages before they sell out! 🙌
👉 Get yours now: https://t.co/yjrpsEOA5B#ACC pic.twitter.com/ZYOG7tHkNO
— AsianCricketCouncil (@ACCMedia1) September 2, 2025
অবশ্যই পড়ুন: ভয়ঙ্কর ট্র্যাফিক জ্যামে ৬ ঘণ্টা মহিলার সঙ্গ দিলেন Rapido ড্রাইভার, নিলেন না অতিরিক্ত চার্জও
উল্লেখ্য, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অনলাইন পোর্টাল থেকে টিকিট কেনার পাশাপাশি অফলাইনেও এশিয়া কাপের টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেট প্রেমীরা। খুব শীঘ্রই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং আবুধাবি ক্রিকেট স্টেডিয়ামের বক্স অফিস থেকে অফলাইন টিকিট বিক্রি শুরু হয়ে যাবে।