সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের চালু করা জনপ্রিয় স্কলারশিপের মধ্যে একটি হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship 2025)। এই স্কলারশিপে অবশেষে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য রিনিউয়াল প্রক্রিয়া শুরু হল। তবে কারা রেনুয়াল করতে পারবে আর কীভাবে করবে, কী কী ডকুমেন্ট লাগবে তা বিস্তারিত জানতে প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের শুরু হল রিনিউয়াল প্রক্রিয়া
গত গতকাল অর্থাৎ ২৮ নভেম্বর, ২০২৫ শুক্রবার থেকেই ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন আবেদন এবং রিনিউয়াল প্রক্রিয়া শুরু হয়েছ। বলাবাহুল্য, এই শিক্ষাবর্ষ থেকে আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে টাকা দেওয়ার সম্পূর্ণ প্রক্রিয়ায় সিকিউরিটিজের মাধ্যমেই দেওয়া হচ্ছে, যাতে ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা ঢোকে। নতুন আবেদনপত্র, রেজিস্ট্রেশন করার সময় রেশন কার্ডের নম্বরও বাধ্যতামূলক করা হয়েছে। আর স্ট্যাটাস চেক বা রিনিউয়াল আবেদন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেন্ট লগইনের সময় এবার থেকে অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওটিপি ভেরিফাই করতে হবে।
রিনিউয়ালের শেষ তারিখ কবে?
যদিও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন এবং রিনিউয়ালের ডেডলাইন এখনও পর্যন্ত বিকাশ ভবনের তরফ থেকে জানানো হয়নি। তবে অনুমান করা হচ্ছে যে, আবেদন প্রক্রিয়া নূন্যতম ৬ মাস থেকে ৮ মাস পর্যন্ত চলবে। তাই তাড়াহুড়ো করার কোনওরকম দরকার নেই। সময় মতো সমস্ত ডকুমেন্ট জোগাড় করে আবেদন করলেই হবে।
আরও পড়ুনঃ পাওয়ার ও পারফরমেন্সে নজরকাড়া, লঞ্চ হল Mahindra XEV 9S! দাম কত?
কীভাবে আবেদন করবেন?
যারা স্বামী বিবেকানন্দের স্কলারশিপের রিনিউয়াল করতে চান, তাদেরকে নিন্মলিখিত ধাপগুলি অবলম্বন করে আবেদন করতে হবে—
- প্রথমে স্বামী বিবেকানন্দের স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে (https://svmcm.wb.gov.in/) ভিজিট করুন।
- এরপর উপরের ডানদিকে থেকে অ্যাপ্লিকেন্ট লগইন বাটনে ক্লিক করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- এবার লগইন করার পর রিনিউয়াল ফর্মটি খুঁজে বার করুন এবং পূরণ করুন।
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন।
- সবশেষে সাবমিট করে দিন।