সৌভিক মুখার্জী, কলকাতা: একদিকে জঙ্গি হামলা, সীমান্তে উত্তেজনা, আর অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্কে টানাপোড়েন। এই আবহে প্রতিরক্ষা ব্যবস্থাকে এবার আধুনিকভাবে সাজাতে চাইছে ভারত। তবে এবার আমেরিকার প্রস্তাবিত F-35 ফাইটার জেট (F-35 Fighter Jet) কিনতে না করে দিল দিল্লি। তবে নেপথ্যে কী কারণ রয়েছে?
আসলে F-35 নিয়ে বহুদিন ধরেই চলছিল আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোলাখুলি এই যুদ্ধবিমান বিক্রি নিয়ে আগ্রহ দেখিয়েছিল। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফরের সময় এই বিষয়টি নিয়েও প্রস্তাব দেওয়া হয়। তবে এবার ভারত সাফ জানিয়ে দিল, তারা শুধু আমদানি নয়, বরং যৌথভাবেই প্রযুক্তি তৈরি করতে চায়।
প্রযুক্তির হস্তান্তরেই জোর দিতে চাইছে ভারত
ব্লুমার্গের সম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারত সরকার আমেরিকাকে জানিয়েছে যে, তারা F-35 ফাইটার জেট কিনতে আগ্রহী নয়। মূলত মেক ইন ইন্ডিয়ার উপর এবং দেশীয় প্রযুক্তির উপরেই ভারত জোর দিতে চাইছে তারা। সরকারি সূত্র মারফৎ খবর, মোদি সরকার এখন এমন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাইছে, যেখানে ভারত নিজেই প্রযুক্তি শেখার সুযোগ পাবে। আর পরবর্তীতে তা দেশের মাটিতেই তৈরি করা হবে।
India has informed the US that it is no longer interested in purchasing F-35 fighter jets – Bloomberg
Trump’s outburst of “taking down their shitty economy” has taught them this: they lose spare parts the moment they are no longer a vassal.
The US sanctions do the opposite. pic.twitter.com/PPOlZ7Z2oS
— Alternative News (@AlternatNews) July 31, 2025
কেন F-35 বিমানে ভরসা করছে না ভারত?
আসলে ভারত এর পিছনে বহুরকম যুক্তি দেখিয়েছে। প্রথমত, ব্রিটিশ রয়্যাল নেভির একটি F-35 বিমান টেকনিক্যাল সমস্যার কারণে সম্প্রতি কেরালায় 37 দিন ধরে পড়ে ছিল। শুধু তাই নয়, গতকাল ক্যালিফোর্নিয়াতে একটি F-35 ভেঙে পড়েছে। আর এই ঘটনাগুলোই বড়সড় প্রশ্ন চিহ্ন দাঁড় করাচ্ছে। একদিকে খরচের পরিমাণ বেশি, আবার অন্যদিকে নির্ভরযোগ্যতা কম, এ নিয়েই ভারত আর ঝুঁকি নিতে চাইছে না।
আরও পড়ুনঃ জরুরি অবস্থা প্রত্যাহার করে অন্তর্বর্তী সরকার গঠন মিয়ানমারে, কবে নির্বাচন?
এদিকে ট্রাম্প প্রশাসন ভারতের উপর সম্প্রতি 25 শতাংশ আমদানি শুল্ক চাপিয়েছে। ভারতীয় পণ্যের সবথেকে বড় বাজার আমেরিকা। সে কারণেই কিছুটা চাপে পড়েছে দিল্লি। তবে ভারত তড়িঘড়ি কোনোরকম পদক্ষেপ নেয়নি। পরিস্থিতি সামাল দিতে এখন আমদানি ভারসাম্য রাখার উপরেই জোড় দিয়েছে সরকার। এতে আগামী তিন-চার বছরের মধ্যে আমেরিকার সঙ্গে বাণিজ্য আরো কমে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, বর্তমানে Quad সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে ভারত। আর এই জোটে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারত রয়েছে। তাই এখনই আমেরিকার সঙ্গে কোনোরকম সংঘাতে জড়াতে চাইছে না নয়াদিল্লি। তবে WTO-তে ভারতের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে।