সৌভিক মুখার্জী, কলকাতা: ভারত ও আমেরিকার বাণিজ্য সম্পর্কে নয়া মোড়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দাবি করছেন, ভারত নাকি আমেরিকার পণ্যের উপর শুল্ক পুরোপুরি শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে। আর সেই প্রস্তাবকে তিনি “অতি দেরি হয়ে যাওয়া” বলেই আখ্যা দিচ্ছেন।
কী বললেন ট্রাম্প?
পয়লা সেপ্টেম্বর ট্রুথ সোশ্যাল সাইটে মার্কিন প্রেসিডেন্ট একটি পোস্ট করেন। সেখানে তিনি জানান, ‘অনেকেই বোঝেন না যে আমরা ভারতের সঙ্গে খুব সামান্যতম ব্যবসা করি। তবে তারা আমাদের বাজারে বিপুল পরিমাণে পণ্য বিক্রি করে। অথচ আমরা সেখান থেকে খুব কম পরিমাণেই রপ্তানি করছি। সম্পূর্ণটা একপাক্ষিক।’ ট্রাম্প আরও জানিয়েছেন, ‘ভারত শুল্ক শূন্য করার প্রস্তাব দিয়েছে, কিন্তু এখন অনেক দেরি হহয়ে গিয়েছে। এই সিদ্ধান্ত বহু বছর আগে নেওয়া দরকার ছিল।’
ভারতের উপর শুল্কের তোপ ৫০%
প্রসঙ্গত, ভারত-আমেরিকার মধ্যে চলতি বাণিজ্য যুদ্ধে ইতিমধ্যেই পাঁচ দফার বৈঠক সম্পন্ন হয়েছে। আর ষষ্ঠ দফার বৈঠক হওয়ার কথা ছিল বিগত আগস্ট মাসের শেষে। তবে শেষ মুহূর্তে তা স্থগিত হয়। আর এরই মধ্যে আমেরিকা ভারতের উপর ৫০% শুল্ক চাপিয়ে দেয়।
বিগত ৭ আগস্ট থেকে ভারতীয় পণ্যের উপর ২৫% শুল্ক চাপানো হয়। তবে কিছুদিন পরে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার কারণে আরও ২৫% শুল্ক আরোপ করা হয়। ফলে বর্তমানে ভারতের উপর মার্কিন শুল্ক বেড়ে ৫০% দাঁড়িয়েছে।
তবে আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, ট্রাম্পের এই বক্তব্য ভারত-আমেরিকা বাণিজ্য যুদ্ধের নতুন অধ্যায়ের সূচনা। যদি ভারত সত্যিই শুল্ক শূন্য করে দেয়, তাহলে আমেরিকার কোম্পানিগুলি ভারতীয় বাজারে প্রভাব বিস্তার করতে পারবে। পাশাপাশি দুই দেশের বাণিজ্যের ঘাটতি অনেকটাই কমবে। কিন্তু এক্ষেত্রে ভারতের কৃষি ও দেশীয় শিল্পকে রক্ষা করাও মোদী সরকারের পক্ষে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
আরও পড়ুনঃ দেশের বিভিন্ন ব্যাঙ্কে ১৩,২১৭ শূন্যপদে নিয়োগ! চাকরির খবর
প্রসঙ্গত, সম্প্রতি চিনে মোদী ও পুতিনের বৈঠক সম্পন্ন হয়েছে। রাশিয়ার সঙ্গে ভারতের জ্বালানি সম্পর্ক আরও ঘনিষ্ট হওয়ার আশঙ্কাতেই ওয়াশিংটনের সঙ্গে দিল্লির যেন দূরত্ব আরও বেড়েছে। আর ঠিক সে কারণেই ট্রাম্প এই বড়সড় হুঁশিয়ারি বার্তা দিলেন।