শূণ্যয় ফেরেন ৫ ব্যাটার, ওয়েস্ট ইন্ডিজের কাছে ODI সিরিজ হেরে লজ্জায় নাক কাটাল পাকিস্তান

Pakistan team suffers trolling after losing West Indies Vs Pakistan series

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সদ্য শেষ হওয়া 3 ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে গুটিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের দাপটের সামনে মুখ থুবড়ে পড়েছিল পাকিস্তানের ব্যাটিং অর্ডার।

গ্রিন আর্মির একের পর এক উইকেট ভেঙে নিজেদের জাত চিনিয়েছিলেন ক্যারিবিয়ানরা। এদিন প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণে একেবারে কোনঠাসা হয়ে 92 রানেই গুঁড়িয়ে যায় পাক বাহিনী। আর তাতেই 202 রানে ঐতিহাসিক জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

34 বছর পর পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

প্রতিপক্ষের ঘর ভেঙে 202 রানে তৃতীয় ওয়ানডে ম্যাচে জয়ের পাশাপাশি গোটা সিরিজে 2-1 ব্যবধান তৈরি করে পাক দলকে পরাস্ত করেছে ক্যারিবিয়ানরা। তবে এই জয় ওয়েস্ট ইন্ডিজের কাছে ঐতিহাসিক। কারণ, দীর্ঘ 34 বছর পেরিয়ে অবশেষে পাকিস্তানকে কোনও ওয়ানডে সিরিজে হারিয়েছে তারা। আর সে কারণেই এই জয়টাকে একেবারে অন্যভাবে উদযাপন করতে চায় শাই হোপের দল।

পাকিস্তানের ৫ ব্যাটার শূন্য রানে আউট হয়েছিলেন

গতকাল, প্রতিপক্ষ ওয়েস্টইন্ডিজ বাহিনীর বোলিং আক্রমণের সামনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা ছিল না পাকিস্তানের। এদিন ম্যাচ দেখে বোঝাই যাচ্ছিল ক্যারিবিয়ান বোলারদের ভয়ে একেবারে চুপসে গিয়েছিল পাকিস্তানি ব্যাটসম্যানরা।

বলা বাহুল্য, পাক দলের 92 রানে গুঁড়িয়ে যাওয়ার ম্যাচে পাকিস্তানের হয়ে ব্যাট করতে এসে শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন তাবড় তারকা স্যাম আয়ুব, আব্দুল্লাহ শফিক, মহাম্মদ রিজওয়ান, হাসান আলী ও আবরার আহমেদ। তাছাড়াও বাকিদের অবস্থাও খুব একটা আহামরি ছিল না। এদিন বাবর আজমের ব্যাট থেকে 9 রানের যোগদান পেয়েছিল পাকিস্তান।

অবশ্যই পড়ুন: বেআইনি বেটিং অ্যাপের হয়ে বিজ্ঞাপন! সুরেশ রায়নাকে তলব করল ইডি

উল্লেখ্য, একদিকে ওয়েস্ট ইন্ডিজের বোলিং বিভাগের সাফল্য অন্যদিকে পাকিস্তানের একেবারে ধরাশায়ী অবস্থা, আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় বয়ে গিয়েছে ট্রোলের বন্যা। পাক দলের এমন করুণ অবস্থা দেখে কটাক্ষ করতে ছাড়েননি নেট নাগরিকদের কেউই! বলা বাহুল্য, গতকালের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে 7.2 ওভারে মাত্র 18 রান খরচ করে 6 উইকেট নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা পেসার জ্যাডেন সিলস। এছাড়াও ব্যাটিং বিভাগে ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে সেঞ্চুরি করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছিলেন অধিনায়ক শাই হোপ।

 

Leave a Comment