শেখ হাসিনার মৃত্যুদণ্ড, বাস দুর্ঘটনায় মৃত্যু ৪২…! একঝলকে আজকের সেরা ১০ খবর (১৭ নভেম্বর)

Bangla News

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৭ নভেম্বর, সোমবার। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। শেখ হাসিনার মৃত্যুদণ্ড, বাস দুর্ঘটনায় মৃত্যু ৪২, শিয়ালদা ও হাওড়ায় হাই এলার্ট, সবকিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) শিয়ালদা এবং হাওড়ায় জারি করা হল হাই এলার্ট

দিল্লির লালকেল্লা বিস্ফোরণের পর গোটা দেশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং হাওড়া ও শিয়ালদা স্টেশনে আজ হাই এলার্ট জারি করা হয়েছে। সন্দেহ ছিল যে, কলকাতাও জঙ্গিদের পরিকল্পনায় ছিল। তাই দুই স্টেশনে নাকা তল্লাশি, স্নিফার ডগ দিয়ে লাগেজ পরীক্ষা, এমনকি গাড়ি চেকিং সহ কঠোর নজরদারিও চলেছে। আরপিএফ থেকে শুরু করে বম্ব স্কোয়াড মোতায়েন করা হয়েছে। এমনকি আরপিএফ কর্মীদের কাজের সময় বাড়িয়ে ১২ ঘণ্টা করে দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) ২৮ বছর পর মৃত ব্যক্তি এসআইআর-এর টানে ফিরল ঘরে

পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর একের পর এক অদ্ভুত ঘটনা সামনে আসছে। উত্তর ২৪ পরগনার বাগদায় এবার ২৮ বছর ধরে মৃত বলে পরিচয়ের জগবন্ধু মন্ডল হঠাৎ করেই ফিরে এসে পরিবারকে চমকে দিলেন। দুই দশক আগে কাজের খোঁজে গুজরাটে গিয়ে আর তিনি ফেরেননি। পরিবার অপেক্ষা করেও খোঁজ না পেয়ে দুই দশক আগে তার শ্রাদ্ধ করে নেন। তবে এবার নথির প্রয়োজন হওয়ার কারণে হঠাৎই পুরনো বাড়িতে উপস্থিত হন জগবন্ধু। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) সৌদি আরবে বাস দুর্ঘটনায় মৃত্যু ৪২ জন ভারতীয়র

সৌদি আরবের মক্কা থেকে মদিনা যাওয়ার পথে যাত্রী বোঝাই বাসের সঙ্গে ডিজেল ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আর এতে ৪২ জন ভারতীয় উমরাযাত্রীর মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে, ভারতীয় সময় রাত দেড়টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে, যখন অধিকাংশ যাত্রী ঘুমাচ্ছিলেন। এমনকি মৃতদের মধ্যে বেশিরভাগ হায়দ্রাবাদের বাসিন্দা এবং তার মধ্যে শিশু ও মহিলাদের সংখ্যা বেশি। দেহগুলি ঝলসে যাওয়ার কারণে সনাক্তকরণেও সমস্যা হয়েছে। একজন যাত্রী গুরুতর অবস্থায় বেঁচে রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) দার্জিলিং ও গোর্খাল্যান্ডের স্কুল বাদে সব জায়গায় বাধ্যতামূলক রাজ্য সংগীত

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবার নির্দেশ দিয়েছে যে, এখন থেকে স্কুলগুলিতে সকালের প্রার্থনায় জাতীয় সংগীতের পাশাপাশি বাধ্যতামূলকভাবেই রাজ্য সংগীত “বাংলার মাটি বাংলার জল” গাইতে হবে। ২০২৩ সালে রাজ্য সংগীত নির্ধারণ হওয়ার পর থেকেই তা নিয়ে বিতর্ক ছিল। তবে নির্দিষ্ট এক মিনিটের অংশ গাওয়ার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। আর নতুন নির্দেশে সমস্ত স্কুলে এটি বাধ্যতামূলক করা হল। তবে দার্জিলিং এবং গোর্খাল্যান্ডের অধীনস্থ স্কুলগুলোকে ছাড় দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) এসএসসি’র প্রকাশের ইন্টারভিউয়ের তালিকায় অযোগ্যদের নাম

একাদশ-দ্বাদশ শ্রেণীর নতুন ইন্টারভিউ তালিকা প্রকাশের পর ফের এসএসসি-তে আবার বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠছে, তালিকায় বহু অযোগ্য প্রার্থীর নাম রয়েছে, অথচ যোগ্য এবং উচ্চ নাম্বারপ্রাপ্ত পরীক্ষার্থীরা ইন্টারভিউ এর ডাক পাননি। এ বিষয়ে এক পার্টটাইম শিক্ষক হাইকোর্টে মামলা দায়ের করে বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে অযোগ্যদের আবারও সুযোগ দেওয়া হয়েছে এবং পূর্বে প্রাইমারি চাকরির অভিজ্ঞতা থেকে অতিরিক্ত নম্বর দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) কল্যাণের অভিযোগের ভিত্তিতেই এবার রাজভবনে চিরুনি তল্লাশি

এসআইআর নিয়ে বিতর্কের মাঝেই এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনে বিজেপি দুষ্কৃতীদের অস্ত্র সরবরাহের অভিযোগ তুলেলেন। এর প্রতিবাদে রাজভবনের তরফ থেকে জারি করে বিবৃতি জারি করে অভিযোগকে মিথ্যা বলে জানানো হয়েছে। এমনকি কল্যাণ সহ সাংবাদিক ও সাধারণ মানুষকে রাজভবন পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার রাজ্যপাল নিজে উপস্থিত থেকেই রাজভবনে চিরুনি তল্লাশির নির্দেশ দিয়েছেন, যা প্রথমবার সরাসরি টিভিতে সম্প্রচার হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) অনেকটাই সস্তা হতে পারে রান্নার গ্যাস

ভারতে রান্নার গ্যাস অনেকটাই সস্তা হতে পারে। কারণ, নয়া দিল্লি খুব শীঘ্রই আমেরিকার সঙ্গে বড় এলপিজি চুক্তি করতে চলেছে। ২০১৬ সাল থেকে মার্কিন উপসাগরীয় উপকূল হয়ে ভারতের তেল সংস্থাগুলি বিপুল পরিমাণে এলপিজি আনবে। যার অন্তত ১০% আমেরিকা থেকে আসবে। এদিকে আইওসি, বিপিসিএল ও এইচপিসিএল এর শিষ্যকর্তারা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসেছেন বলে খবর। কেন্দ্রের দাবি, এতে আমদানির উৎস বাড়বে এবং আন্তর্জাতিক দামের বৃদ্ধির মাঝে দেশবাসী সস্তায় গ্যাস কিনতে পারবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) দুয়ারে রেশন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা কেন্দ্রের

কেন্দ্র এবং রাজ্যের সংঘাতের মাঝে এবার নিশানায় পশ্চিমবঙ্গের দুয়ারে রেশন প্রকল্প। কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে এই পরিষেবা বন্ধের দাবি জানিয়েছে। অভিযোগ উঠছে, রাজ্য কেন্দ্রীয় আইনের বিরোধিতা করছে এবং ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড’ নীতির সঙ্গে এই পরিষেবা কোনওভাবেই খাপ খায় না। ২৭২ পাতার পিটিশানে বলা হয়েছে, কেন্দ্রীয় প্রকল্পের খাদ্যশস্য রাজ্য ইচ্ছা মতো বাড়িতে পৌঁছে দিতে পারে না। অন্ধ্র এবং দিল্লিতে আগেই পরিষেবা বন্ধ হয়েছে। আর পশ্চিমবঙ্গেও তা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) বাংলাদেশে পালানোর জন্য বর্ডারে দাঁড়িয়ে অসংখ্য অনুপ্রবেশকারী

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হতেই সীমান্ত দেখা যাচ্ছে এক অদ্ভুত দৃশ্য। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এবার উল্টো পথে নিজেদের দেশে ফেরার জন্য সীমান্তে ভিড় জমানো শুরু করেছে। সূত্রের খবর, স্বরূপনগরের তারালি সীমান্তে ৪৫ জনকে ধরা হয়েছে। এমনকি বিজেপি দাবি করছে, হাজারো বাংলাদেশি হাকিমপুর সীমান্তে পরিবারসহ জড়ো হয়েছে দেশে ফেরার আশায়। তবে অনেকেই স্বীকার করছেন, তারা কাগজপত্র ছাড়া বেআইনিভাবে ভারতে ছিলেন, আর এসআইআর-এর ভয়ে ফিরতে চাইছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) মৃত্যুদণ্ড দেওয়া হল শেখ হাসিনাকে

জুলাই গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দিল। এমনকি একই মামলায় প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং প্রাক্তন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও দোষী প্রমাণিত হয়েছে। তবে শুধুমাত্র মামুনকে গ্রেফতার করা হয়েছে। ছাত্র আন্দোলনের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় থাকা হাসিনার বিরুদ্ধে এবার আন্দোলনকারীদের হত্যা, গুলি এবং পুড়িয়ে মারা সহ মোট পাঁচটি মানবতাবিরোধী অপরাধে অভিযোগ প্রমাণিত হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment