শেয়ার মার্কেটেও বিরাট ভূমিকম্প! কোন স্টকগুলিতে বিনিয়োগ করা যাবে না দেখে নিন

Stock Market Crash These stocks are running at a loss

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুক্রবার সকালটা ভাল যায়নি কলকাতাবাসীর। সাত সকালে ভূমিকম্প দেখেছে তিলোত্তমা। একই সাথে কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও। তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ওপারে। আর ঠিক সেই আবহে শেয়ার বাজারেও ভূমিকম্প দেখলেন বিনিয়োগকারীরা (Stock Market Crash)। এদিন এক ধাক্কায় 120 পয়েন্ট পড়েছে নিফটি এবং সেনসেক্স। শেয়ারবাজারের এমন বেহাল অবস্থার জের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের। একাধিক রিপোর্ট অনুযায়ী, শুক্রবার শেয়ার বাজারের বড় ধরনের পতনের কারণে একবারে সাড়ে 3 লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের।

BSE মার্কেট ক্যাপিটালাইজেশন 473 কোটিতে নেমেছে

শুক্রবার শেয়ার বাজারে ব্যাপক ধসের কারণে, BSE এর মার্কেট ক্যাপিটালাইজেশন গত 20 নভেম্বর যেখানে 476.41 কোটি টাকায় ট্রেড করেছিল, সেখান থেকে আজ নেমে 473 কোটি টাকায় দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শেয়ার বাজারের ধস অব্যাহত থাকলে আগামী দিনে এই ক্যাপিটালাইজেশন অনেকটাই নামতে পারে। না বললেই নয়, আজ BSE র 30 স্টকের মধ্যে 22টি স্টকই নিচের দিকে ট্রেড করেছে অর্থাৎ লসে রান করছে।

শুক্রবার BSE র 132টি স্টক ব্যাপক অনিশ্চয়তার মধ্যে দিয়েও আপার সার্কিট হিট করলেও 133টি স্টক লোয়ার সার্কিটে আছড়ে পড়েছে। এদিকে, 67টি স্টক আবার টানা 52 সপ্তাহ ধরে আপার সার্কিট ধরে রয়েছে। কিছু স্টক শেয়ার মার্কেটে ধসের পরও নিজেদের দাম অপরিবর্তিত রেখেছে। আবার কিছু স্টক 52 সপ্তাহ ধরে নিচে ট্রেড করছে।

এই স্টকগুলিতে এখন ভুলেও বিনিয়োগ করবেন না

গত দিন গুলিতে শেয়ার মার্কেটের ব্যাপক অনিশ্চয়তার মাঝেও যেখানে বিভিন্ন কম দামি স্টক বিনিয়োগকারীদের লাভের মুখ দেখিয়েছে, সেই পর্বে বেশ কিছু স্টক নিজেদের দাম অপরিবর্তিত রেখেছে। সেই সব তালিকায় নাম থাকা বেশ কিছু স্টক শেয়ারবাজারের ধসের কারণে বড়সড় ধাক্কা খেয়েছে। যেই তালিকায় নাম রয়েছে জেপি মর্গান, বানকো প্রোডাক্ট, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স, হিটাচি লিমিটেড, বিশাল মেগা মার্ট, জেএস ডাব্লু এনার্জি, জেনটেক, বানকো প্রোডাক্টের মতো একাধিক স্টক।

অবশ্যই পড়ুন: পাকিস্তানের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ! মৃত কমপক্ষে ১৫, ধ্বংসস্তূপে আটকে বহু

বিশেষজ্ঞরা বলছেন, এখনই এই স্টকে বিনিয়োগ করা ঠিক হবে না। আগামীতে শেয়ারবাজার পড়লে বিরাট পতন দেখা দিতে পারে এই স্টকগুলিতে। এছাড়াও সিসিএল প্রোডাক্ট, সিটি ইউনিয়ন ব্যাঙ্ক, এলিলকট্রন, CPCL এর মতো সংস্থার স্টপকগুলিও লুজারের খাতায় নাম লিখিয়েছে। শেয়ার বাজারের ধসে ধাক্কা খেয়েছে আদানি পোর্টস, টাটা স্টিল, জোম্যাটো এমনকি আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারও।

Leave a Comment