শেয়ার মার্কেটে বিনিয়োগ করার কথা ভাবছেন? Tata-র এই স্টক ভাগ্য বদলে দিতে পারে!

motilal oswal On Tata Power Stock advisory to invest

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজার হোক কিংবা স্টক মার্কেট, টাটার নাম শুনলেই কেমন যেন মনের মধ্যে একপ্রকার ভরসা জন্মায় বিনিয়োগকারীদের। আসলে বিগত দিনগুলিতে শখের শেয়ারবাজার যেহারে অনিশ্চিত হয়ে পড়েছে, তাতে কোন স্টকে টাকা রেখে আগামী দিনে লাভের মুখ দেখা যাবে তা ভেবেই কুল পাচ্ছেন না সচেতন ইনভেস্টররা। তবে এই অনিশ্চয়তার বাজারেও এমন কিছু স্টক রয়েছে যেগুলি বিনিয়োগকারীদের আগামীতে বড় রিটার্ন দিতে পারে। ভারতের অন্যতম বৃহৎ ব্রোকারেজ ফার্ম মতিলাল ওসওয়াল অনুমান করছে, টাটার সংস্থা টাটা পাওয়ার (Tata Power) কোম্পানি লিমিটেডের স্টকগুলি আগামী দিনে বড় লাফ দেবে।

টাটা পাওয়ারের স্টক কিনতে বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিককালে শেয়ারবাজারের চরম অনিশ্চয়তার মধ্য দিয়েও বেশ কিছু স্টক বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে। দেশের অন্যতম বৃহৎ ব্রোকারেজ ফার্ম মতিলাল ওসওয়ালের শেয়ার মার্কেট বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনগুলিতে টাটা পাওয়ারের স্টকগুলির দাম প্রত্যাশার চেয়েও উপরে থাকবে। এক কথায়, আজ যে দামে টাটা পাওয়ারের স্টকগুলি বিক্রি হচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই সেই পরিমাণটা অনেকটাই বাড়তে পারে।

বলাই বাহুল্য, আজ অর্থাৎ 16 ডিসেম্বর দুপুর সাড়ে তিনটেতে টাটা পাওয়ারের স্টকের দাম 379.50 টাকায় ক্লোজ হয়। এদিন রেডমার্ক নিয়েই ট্রেড করেছিল টাটা পাওয়ারের স্টকগুলি। যদিও তা নিয়ে চিন্তা করছে না ব্রোকারেজ ফার্মটি। তাদের দাবি, আগামী দিনে টাটা পাওয়ারের একটি স্টক বা শেয়ারের দাম 500 টাকায় পৌঁছতে পারে। শুধু তাই নয়, টাটা পাওয়ারের স্টকগুলির দাম নিয়ে ভবিষ্যৎবাণী দেওয়ার পাশাপাশি এই সংস্থাটি টাটা পাওয়ারের স্টকগুলিকে বাই রেটিং দিয়েছে। এক কথায়, এই ব্রোকারেজ ফার্মের বিশেষজ্ঞরা বিনিয়োগকারীদের টাটা পাওয়ারের স্টকগুলি কেনার পরামর্শ দিচ্ছেন।

অবশ্যই পড়ুন: ডিম ভেবে রোজ বিষ খাচ্ছেন না তো? সতর্কতা জারি করল FSSAI

এই ব্রোকারেজ ফার্মটি বিশ্বাস করে, আগামী 2030 আর্থিক বছরের মধ্যে টাটা পাওয়ার তাদের ব্যবসায় বিপুল পরিমাণ মুনাফা অর্জন করবে। অন্যান্য সময়ের থেকে এই সময়টায় টাটার এই সংস্থার উপার্জন দ্বিগুণ হবে। যা চলতি বছরের সমস্ত রেকর্ড ছাড়িয়ে যাবে বলেই আশা করা হচ্ছে। মতিলাল ওসওয়ালের তরফে একেবারে হলফ করে বলা হয়েছে, টাটা পাওয়ারের বিদ্যুৎ কেন্দ্র গুলিতেও আগামী দিনে আমূল বদল আসতে পারে যার ফলে সংস্থাটির ব্যবসা যেমন বাড়বে সেই সাথেই বাড়বে শেয়ার বা স্টকের দাম। সব মিলিয়ে, ব্রোকারেজ ফার্মটির মতে এই স্টক বিনিয়োগকারীদের ভাগ্য বদলাতে পারে… বলে দিই, এর আগে গতকাল অর্থাৎ সোমবার টাটা পাওয়ার লিমিটেডের স্টকগুলি 382 টাকায় ট্রেড করেছে। যা আজ 3 শতাংশ হ্রাস পেয়েছে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment