শেয়ার মার্কেট থেকে টাকা তুলতে চান? বিনিয়োগ করতে পারেন মুকেশ আম্বানির সংস্থার এই স্টকে

Sumeet Bagadia Suggest To Invest Mukesh Ambani company stock

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাত পোহালেই 25 ডিসেম্বর, বড়দিন। অভিজ্ঞ বিনিয়োগকারীদের আশা, ক্রিসমাস উপলক্ষ্যে আগামীকাল বেশ কিছু স্টকের দাম বাড়তে পারে। তাঁদের বক্তব্য, বিশেষজ্ঞদের কাছে পরামর্শ নেওয়ার পর এটাই স্টকে বিনিয়োগ করার সেরা সময়। যদিও শেয়ার মার্কেটের সাথে জড়িত বিনিয়োগকারীদের অন্য অংশ বলছে, স্টক মার্কেট (Stock Market) বা শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে ভেবেচিন্তে তবেই বিনিয়োগ করা শ্রেয়। আর এই দোলাচলের মাঝে ভারতীয় স্টক মার্কেট বিশেষজ্ঞ সুমিত বাগাদিয়া মুকেশ আম্বানির (Mukesh Ambani) একটি সংস্থার স্টকের উপর আস্থা রেখেছেন। তাঁর বক্তব্য, আচমকা এই স্টকের দামে বড়সড় উত্থান দেখা যেতে পারে।

শেয়ার বাজার থেকে টাকা তুলতে সাহায্য করতে পারে এই স্টক!

সাম্প্রতিককালে শেয়ার বাজারের চরম অনিশ্চয়তার মধ্যেও বেশ কিছু স্টক বিনিয়োগকারীদের বিপুল রিটার্ন দিয়েছে। এমন অনেক স্টক রয়েছে যেগুলির দাম 1 টাকারও নিচে ছিল, তারা আজ 30 টাকায় পৌঁছেছে। রিটার্নের পরিমাণটা আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই! বেশকিছু ব্রোকারেজ ফার্ম বিভিন্ন স্টকের উপর আস্থা রাখছে। শেয়ার বাজারের বিশেষজ্ঞদের দাবি, নতুন বছরে বেশ কিছু স্টকের দাম অনেকটাই বাড়তে পারে। তাই 2025 এর শেষে এসে সেই সব স্টকে বিনিয়োগ করাটা জরুরী। ঠিক একই কথা বলছেন ভারতের অভিজ্ঞ এবং নামজাদা স্টকমার্কেট বিশেষজ্ঞ, অ্যানালিসিস্ট সুমিত বাগাদিয়া।

অবশ্যই পড়ুন: ভারতে শীঘ্রই অনেকটাই দাম কমতে পারে ওষুধের

এই ভারতীয় স্টক মার্কেট বিশেষজ্ঞের দাবি, মুকেশ আম্বানির সংস্থা Jio Financial Services Ltd এর স্টকগুলির দামে আগামী কিছুদিনের মধ্যেই বড় বদল আসতে পারে। তাঁর কথায়, এই স্টকগুলির দাম বর্তমান দামের থেকে অনেকটাই বাড়বে। স্টক মার্কেট বিশেষজ্ঞ সুমিত খুব স্পষ্ট করে জানিয়েছেন, হঠাৎ করেই ট্রেডিং সেশনের মাঝে এই স্টকের দাম 350 টাকা হয়ে যেতে পারে।

বলাই বাহুল্য, আজ অর্থাৎ 24 ডিসেম্বর দুপুর সাড়ে তিনটে নাগাদ শেয়ার মার্কেট বন্ধ হওয়ার আগে পর্যন্ত Jio Financial Services Ltd এর একটি স্টকের দাম ছিল 298.70 টাকা। শেষবারের মতো ওই দামেই ক্লোজ হয়েছে এই স্টকটি। তবে সুমিত বাগাদিয়া মনে করেন, আগামী দিনে এই স্টকের দাম এক লাফে 350 টাকা ছুঁয়ে যাবে। মূলত সে কারণেই বড় দিনের আগে বছরের শেষ সময়ে এই স্টকে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন তিনি।

অবশ্যই পড়ুন: বড়দিনে খুলবে কপাল, লটারি কেটে কোটিপতি হতে পারে এই ৫ রাশি

সবচেয়ে বড় কথা, বিগত দিনগুলিতে মুকেশ আম্বানির এই সংস্থা ব্যাপক মুনাফা অর্জন করেছে। চলতি আর্থিক বছরের দ্বিতীয় প্রান্তিকে Jio Financial Services Ltd এর লভ্যাংশের পরিমাণ 0.9 শতাংশ থেকে বেড়ে 695 কোটি টাকায় গিয়ে দাঁড়ায়। যেখানে এক বছর আগে রিলায়েন্স গ্রুপের এই আর্থিক পরিষেবা সংস্থাটি 689 কোটি টাকার নিট মুনাফা অর্জন করেছিল। তবে জুলাই সেপ্টেম্বরে পৌঁছে সেই আয় গিয়ে দাঁড়ায় 981 কোটি টাকায়। গত বছর একই সময়ে সংখ্যাটা ছিল 694 কোটি। কাজেই সব দিক মাথায় রেখে সংস্থার ব্যবসায়িক উন্নতিকে সঙ্গে নিয়েই এই স্টকে টাকা রাখার পরামর্শ দিচ্ছেন সুমিত বাগাদিয়া।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment