শেষকৃত্যর জন্য প্রস্তুত চিতা, কাপড় সরাতেই মৃতদেহর বদলে মিলল ডামি! তারপর…

uttar pradesh

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার এক হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। শ্মশানে দাহ করতে নিয়ে আসা এক মৃতদেহের উপর থেকে কাপড় সরাতেই সামনে এল প্লাস্টিকের ডামি। আর এই দৃশ্য দেখেই হতবাক হয়ে যায় স্থানীয়রা। এমনকি সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা অভিযুক্ত ওই দুই যুবককে ধরে ফেলে এবং তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু এর পিছনে আসল রহস্য কী?

ঘটনাটি কী?

আসলে বৃহস্পতিবার বিকেলে গড়মুক্তেশ্বরের ব্রিজ ঘাটে এই ঘটনাটি ঘটে। দৈনিক জাগরণের একটি রিপোর্ট অনুযায়ী খবর, এদিন গাড়িতে করে দুই যুবক একটি মৃতদেহ দাহ করার জন্য আসে। এমনকি কাঠের চিতা প্রস্তুত করে শেষকৃত্যের জন্য সব জোগাড়ও করা হয়। তবে এখানেই বাধে বিপত্তি। সেখানে এক ব্যক্তি সন্দেহজনক কিছু লক্ষ্য করেন। এরপর স্থানীয়দের খবর দেওয়া মাত্রই কফিনটিকে খুলে ফেলা হয়। আর সেখানে দেখা যায় মৃতদেহের পরিবর্তে প্লাস্টিকের ডামি। এই দৃশ্য দেখেই চক্ষু চড়কগাছে ওঠে স্থানীয়দের। এবং সঙ্গে সঙ্গে এই দুই যুবককে ধরে ফেলে।

এই দৃশ্য সামনে আসতেই পুলিশকে খবর দেওয়া হয়। এবং ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উভয় যুবককে আটক করে। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, মামলাটি কোনও বড় জালিয়াতি বা অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হতে পারে। তদন্তকারীরা মনে করছে যে, কোনও জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়েই বীমার টাকা দাবি করার জন্য তাদের এই চাল। মৃত্যুকে লুকিয়ে আইন এড়ানোর জন্যই অপরাধীদের সাহায্য করতে চাইছিল তারা। এই ঘটনার পেছনের উদ্দেশ্য উদঘাটনের জন্য ইতিমধ্যেই পুলিশ দু’জনকে জিজ্ঞাসাবাদ করছে এবং দফায় দফায় তল্লাশি চালানো হচ্ছে।

স্থানীয় এক গ্রামবাসী বলেন, মৃতদেহটি অস্বাভাবিক হালকা এবং অদ্ভুত আকৃতির মনে হলেই আমরা সতর্ক হই। আর যখন আমরা এটিকে খুলে ফেলি, তখন দেখা যায় ভিতর একটা ডামি। আর এই দৃশ্য দেখেই আমরা হতবাক হয়ে যাই এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই। যদি ওই অভিযুক্তদের কোনও কুমতলব থেকে থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিৎ।

Leave a Comment