বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেখতে দেখতে চলে এল শীতের মরসুম। মাঝে আর একটা মাস, সেটা চলে গেলেই নতুন বছর 2026 কে স্বাগত জানাবেন সকলে। তবে তার আগে বেশকিছু কাজ করে রাখা বাধ্যতামূলক। সরকারি নিয়ম অনুযায়ী, পেনশনের ক্ষেত্রে এমন কিছু কাজ রয়েছে যা না করলে এরপর থেকে আর মিলবে না পেনশন। সেক্ষেত্রে ডেডলাইনও (Pension Deadline India) বেঁধে দিয়েছে সরকার। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, আগামী 30 নভেম্বর অর্থাৎ আর 6 দিনের মধ্যে পেনশন সংক্রান্ত একটি কাজ না করতে পারলে আটকে যাবে পেনশনের প্রাপ্য অর্থ।
হাতে আর মাত্র 6 দিন সময়
দেশের বহু পেনশনভোগী যারা সরকারের তরফে নিজের পেনশনের প্রাপ্য অর্থ পেয়ে আসছেন, এবার একটি কাজ না করলে তাঁদের পেনশন পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। সরকারের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, আগামী 30 নভেম্বরের মধ্যে জীবন প্রমাণপত্র বা লাইফ সার্টিফিকেট জমা করতে হবে পেনশনভোগীদের। যাদের বয়স 80 বছর বা তারও বেশি তাঁদেরই আর 6 দিনের মধ্যে নিজেদের লাইভ সার্টিফিকেট জমা করে দিতে হবে।
বলাই বাহুল্য, গত পহেলা অক্টোবর থেকেই এই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। যার শেষ তারিখ আগামী 30 নভেম্বর। যদি কোনও পেনশনভোগী এই নির্দিষ্ট তারিখের মধ্যে তাদের লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্র জমা না দেন, তবে তাঁর পেনশন আটকে যাবে। প্রশ্ন হল কীভাবে এই লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যাবে? পেনশনভোগীদের সুবিধার্থে 2020 সাল থেকেই লাইভ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য ইন্ডিয়া পোস্ট ডোর স্টেপ সার্ভিস শুরু করেছে। একজন ব্যক্তি চাইলে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আধার এনাবেলড বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন।
অবশ্যই পড়ুন: শেষ হল পথচলা, প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র
ইউনিফায়েড পেনশন স্কিমের জন্য আবেদনের শেষ তারিখ
শেষবারের মতো, ইউনিফাইড পেনশন স্কিমের জন্য আবেদনের ক্ষেত্রে অন্তিম তারিখ ছিল 30 সেপ্টেম্বর। তবে বহু আবেদন এবং আন্দোলনের পর শেষমেষ সেই ডেডলাইন বাড়িয়ে 30 নভেম্বর করেছে সরকার। অর্থাৎ ইউনিফায়েড পেনশন স্কিমের জন্য আবেদন করতে হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আগামী 30 নভেম্বরের মধ্যেই আবেদনের কাজ সম্পন্ন করতে হবে। বলা বাহুল্য, কোনও অতিরিক্ত খরচ ছাড়াই এই স্কিমের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা তাদের বেসিক স্যালারির 50 শতাংশ পেনশন হিসেবে পেতেন।