বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহুদিন 22 গজে দেখা নেই দুই ভারতীয় মহাতারকা, রোহিত শর্মা এবং বিরাট কোহলির। টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসরের পর ভক্তদের ভরসা এখন শুধুই ওয়ানডে ফরম্যাট। আসলে এই সংস্করণেই দুই পছন্দের ক্রিকেটারকে দেখার সৌভাগ্য হবে ভারতীয় সমর্থকদের।
কিন্তু কবে? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ অক্টোবরে। বর্তমানে সেই ওয়ানডে সিরিজের অপেক্ষায় ভক্তরা। আর তারই মাঝে শোনা গেল খুশির খবর। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট বলছে, চলতি মাসেই ওয়ানডে খেলতে পারেন রোকো জুটি (Rohit Virat Comeback In ODI)।
সেপ্টেম্বরেই 22 গজে কামব্যাক করবেন রোহিত, বিরাট!
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে 19 অক্টোবর। সেই সফরের জন্যই নিজেদের প্রস্তুত করছেন দুই ভারতীয় মহাতারকা। এহেন আবহে শোনা যাচ্ছে বিরাট খবর। প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি মাসেই টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ওয়ানডে খেলতে ভারতে আসবে অস্ট্রেলিয়া এ দল। আগামী 30 সেপ্টেম্বর এই আসরের প্রথম ম্যাচ রয়েছে কানপুরে। মনে করা হচ্ছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে মাঠে নামতে পারেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। আর তেমনটা হলে, অক্টোবর পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না সমর্থকদের।
ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ সিরিজের সময়সূচি
ভারতীয় এ দল বনাম অস্ট্রেলিয়া এ দলের প্রথম ম্যাচ রয়েছে 30 সেপ্টেম্বর, কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। এরপর 3 অক্টোবর গড়াবে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচ। এবং সবশেষে 5 অক্টোবর কানপুরের ওই একই স্টেডিয়ামে প্রধান ওয়ানডে সিরিজের আগে শেষবারের মতো একে অপরের মুখ দেখবে ভারত এবং অস্ট্রেলিয়া।
অবশ্যই পড়ুন: ৯ তারিখ থেকে শুরু এশিয়া কাপ, ভারতের ম্যাচ কবে কবে? রইল টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি
প্রসঙ্গত, আগামী অক্টোবরেই ওয়ানডে সিরিজের জন্য অস্ট্রেলিয়া সফর করবে টিম ইন্ডিয়া। এই আসরে, ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ রয়েছে 19 অক্টোবর, অস্ট্রেলিয়ার অপ্টাস স্টেডিয়ামে। এরপর দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে 23 অক্টোবর, ওভাল ক্রিকেট গ্রাউন্ডে। এবং সবশেষে তৃতীয় ওয়ানডে ম্যাচটি গড়াবে 25 অক্টোবর। বলা বাহুল্য, ওয়ানডের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে টিম ইন্ডিয়া।