বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিছুদিন আগেই খারাপ ফর্মের কারণে দল থেকে বাদ দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। অনেকে ধরেই নিয়েছিলেন, এবার হয়তো কেরিয়ার শেষ হয়ে যেতে পারে ভারতীয় দলের প্রাক্তন সদস্য মোহিত শর্মার। এমতাবস্থায়, নিজেই ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন ভারতীয় তারকা। IPL 2026 মিনি নিলামের আগেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন শর্মা জি (Mohit Sharma Retirement)। মোহিতের আচমকা এমন অবসরের সিদ্ধান্তে খুব একটা অবাক হচ্ছেন না ভারতের ক্রিকেট প্রিয় মানুষজন।
সোশ্যাল মিডিয়াতেই অবসরের ঘোষণা মোহিতের
বুধবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ক্রিকেট থেকে অবসরের কথা জানান ভারতীয় দলের প্রাক্তন বোলার মোহিত শর্মা। মোহিত লেখেন, “আজ আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। হরিয়ানার প্রতিনিধিত্ব করা থেকে শুরু করে ভারতের জার্সি গায়ে তোলা এমনকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলা, এই যাত্রা আমার কাছে আশীর্বাদের চেয়ে কম ছিল না। আমার কেরিয়ারকে দাঁড় করানোর জন্য হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে বিশেষ ধন্যবাদ। এছাড়াও অনিরুদ্ধ স্যারের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। যিনি আমাকে অবিরাম নির্দেশনা দিয়ে গিয়েছেন। আমার উপর বিশ্বাস রেখেছেন।”
এদিন মোহিত আরও লেখেন, “ভারতীয় ক্রিকেট বোর্ড, আমার সকল কোচ, সতীর্থ, IPL ফ্রাঞ্চাইজি, সাপোর্ট স্টাফ এবং আমার সমস্ত বন্ধুদের তরফে আমি যা ভালোবাসা এবং সমর্থন পেয়েছি তার জন্য ধন্যবাদ। আমি আমার স্ত্রীর প্রতি বিশেষ ধন্যবাদ জানাই যিনি সবসময় আমার মেজাজ, রাগ সবকিছু সামলেছেন। আমাকে সব সময় সমর্থন করেছেন। নতুন ভাবে ক্রিকেটের সাথে যুক্ত থাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সকলকে ধন্যবাদ।”
অবশ্যই পড়ুন: IPL এ দ্রুততম ১০০ উইকেট নেওয়া ৫ ভারতীয় বোলার, তালিকায় KKR-র এক
View this post on Instagram
প্রসঙ্গত, 2023 সালে ভারতের জার্সি গায়ে ওঠে মোহিত শর্মার। এরপর থেকে জাতীয় দলের হয়ে 26টি ওয়ানডে এবং 8টি টি-টোয়েন্টি খেলেছেন হরিয়ানার এই খেলোয়াড়। দুই ফরম্যাট মিলিয়ে মোট 37টি উইকেট তুলেছেন এই ডানহাতি পেসার। শেষবারের মতো 2015 সালে দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন মোহিত। এরপর থেকে আর জাতীয় দলের দরজা খোলেনি তাঁর জন্য। অনেকে ধরেই নিয়েছিলেন 2026 IPL এর আগে দিল্লি থেকে বাদ পড়লে নিলাম থেকে মোহিত শর্মাকে কোনও দল কিনবে না। আর সেটা হলে কেরিয়ার শেষ হয়ে যেতে পারে এই ভারতীয়র। তবে সেসবের আগেই কঠিন সিদ্ধান্ত জানিয়ে দিলেন শর্মা।