বিক্রম ব্যানার্জী, কলকাতা: মোহনবাগানকে ISL জিতিয়েই জানিয়ে দিয়েছিলেন, পরিবার বড় হতে চলেছে তাঁর। অবশেষে সেই সুখবর এল ডুরান্ড কাপের মাঝেই। বাবা হলেন, মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু। কন্যা সন্তানের অভিভাবক হয়েছেন স্ত্রী কস্তুরী ছেত্রী ও শুভাশিস। ইতিমধ্যেই নানান মাধ্যম ঘুরে সেই খবর এখন সংবাদ শিরোনামে।
শনিবারই বাবা হয়েছেন শুভাশিস
সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী, শনিবার রাতে শহরের এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বাগান অধিনায়ক শুভাশিসের স্ত্রী কস্তুরী। জানা যাচ্ছে, সন্তান প্রসবের সমস্ত পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
সর্বশেষ আপডেট অনুযায়ী, মা এবং সন্তান দুজনেই সুস্থ আছেন। এদিকে প্রিয় তারকার বাবা হওয়ার খবরে উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছে মোহনবাগান সমর্থকদের। কেননা, শুভাশিস আশা যোগানোর পর থেকেই ভাল খবর আসবে আসবে করেই দিন কাটছিল বাগান ভক্তদের।
শেষবারের মতো মোহনবাগানকে ISL এ ভারত সেরা করে শুভাশিস জানিয়েছিলেন, এই মুহূর্তে সবচেয়ে সুখী মানুষটা আমি নিজেই। আর সুখী হওয়ার কারন মূলত দুটো।
প্রথম মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়া, এবং দ্বিতীয়ত বাগান পরিবারে আসছে জুনিয়র অধিনায়ক। সবুজ মেরুন ক্যাপ্টেনের তরফে এমন খবর পাওয়ার পরেই অপেক্ষায় ছিলেন সমর্থকরা! অবশেষে শনিতেই এল সুখবর। দায়িত্ব বাড়ল মোহনবাগান তারকার।
অবশ্যই পড়ুন: ভূপাতিত করা হয়েছে ৬টি পাক যুদ্ধবিমান! ৩ মাস পর পাকিস্তানের ক্ষয়ক্ষতির হিসেব দিল IAF
উল্লেখ্য, 2021 সালে কস্তুরীর হাতে হাত রেখে বৈবাহিক জীবনে পদার্পণ করেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস। দীর্ঘদিন স্ত্রীয়ের সাথে সুখী সংসারে সময় কাটিয়ে এবার কাঁধে বাবার দায়িত্ব নিলেন বঙ্গ ফুটবলার। শুরু হল এক নতুন অধ্যায়।
বলা বাহুল্য, বর্তমানে ডুরান্ড কাপ নিয়ে মেতে রয়েছে মোহনবাগান। বিগত ম্যাচগুলিতে বাগানের ছেলেদের দাপটে কার্যত হিমশিম খেয়েছে প্রতিপক্ষ! গতকালও ডায়মন্ড হারবার এফসিকে 5-1 গোলে হারিয়ে বাতাসে সবুজ মেরুন রঙ ছিটিয়ে দিয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। যদিও শনিবারের ম্যাচে ছিলেন না শুভাশিস।