শেষ হল অপেক্ষা! মহাকাশে ১৮ দিন কাটিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরলেন শুভাংশু শুক্লা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপেক্ষা শেষ। দীর্ঘ 18 দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকার পর অবশেষে 15 জুলাই, মঙ্গলবার দুপুর 3টেতে পৃথিবীর মাটিতে পা রাখলেন ভারতের গর্ব মহাকাশচারী শুভাংশু শুক্লা। বলা বাহুল্য, এদিন ড্রাগন গ্রেস মহাকাশযানে চেপে প্রশান্ত মহাসাগরের ওপর, ক্যালিফর্নিয়ার সান দিয়েগো উপকূলে অবতরণ করল শুভ্রাংশুদের মহাকাশযান। যে খবর জানতে পেরেই, আনন্দে আত্মহারা দেশবাসী।

শুভাংশু সহ 4 মহাকাশচারী পৃথিবীতে ফিরলেন

রিপোর্ট অনুযায়ী, ভারতের ছেলে শুভাংশু শুক্লার পাশাপাশি মঙ্গলবার পৃথিবীর বক্ষে অবতরণ করলেন আরও তিনজন মহাকাশচারী। তাঁদের মধ্যে রয়েছেন আমেরিকার পেগি হুইটসন, পোল্যান্ডের Sławosz Uznański-Wiśniewski এবং হাঙ্গেরির টিবোর কাপু।

জানা যাচ্ছে, শুভ্রাংশু সহ মোট 4 মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে সোমবার বিকেল 4টে বেজে 45 মিনিটে যাত্রা শুরু করেন। এরপর দীর্ঘ 22.5 ঘণ্টার যাত্রা শেষ করে শেষমেষ 15 জুলাই দুপুরে পৃথিবীর মাটিতে পা রাখলেন তাঁরা।

 

অবশ্যই পড়ুন: সিরাজকে ফিরিয়ে জিতিয়েছিলেন ইংল্যান্ডকে, চোটের কারণে ছিটকে গেলেন সেই শোয়েব বশির

প্রসঙ্গত, শুভাংশু শুক্লাদের পৃথিবীতে অবতরণকালে প্যারাসুটগুলি প্রথমত দুটি ধাপে খুলেছিল। রিপোর্ট অনুযায়ী, প্রথম ধাপে প্যারাসুটগুলি প্রায় 5.7 কিলোমিটার উচ্চতায় দুপুর 2টো 57 মিনিটে এবং তারপর প্রধান প্যারাসুটগুলি 2 কিলোমিটার মাটির ওপরে সমুদ্রে অবতরণের ঠিক আগে খুলে যায়।

পরবর্তীতে দীর্ঘক্ষণ সমুদ্রের ওপর ভেসে ছিল 4 মহাকাশচারীর ক্যাপসুলটি। বলা বাহুল্য, Axiom-4 এর আওতায় মহাকাশে গিয়েছিলেন শুভাংশু। অবশেষে ভারতীয় সেনার গ্রুপ ক্যাপ্টেন দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী হিসেবে মহাকাশে দীর্ঘ সময় কাটিয়ে ফিরলেন ধরিত্রির বুকে।

Leave a Comment