শেষ হল পথচলা, প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র

Dharmendra net worth

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার ফের সমাজ মাধ্যমে রটে গেল ভারতীয় চলচ্চিত্র জগতের মেরুদন্ড, বিখ্যাত অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর খবর (Dharmendra Death)। তাহলে এবারে কি সত্যিই না ফেরার দেশে চলে গেলেন হেমা মালিনীর জীবনসঙ্গিনী? এমন একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে সোমবারের একটি ঘটনা। হঠাৎ মুম্বইয়ের ভিলে পার্ল এ শ্মশানে বাড়ানো হল নিরাপত্তা। তড়িঘড়ি সেখানে পৌঁছলেন হেমা মালিনী, ছেলে সানি দেওয়াল, ববি দেওয়াল সহ গোটা পরিবার। তাতেই জল্পনা বাড়ল এবারে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ধর্মেন্দ্র। একাধিক সূত্রের দাবি, জীবনাবশান হয়েছে ভারতের এই জনপ্রিয় অভিনেতার। যদিও পরিবারের তরফে এখনও আসেনি কোনও বিবৃতি।

শ্মশানে পৌঁছলেন অমিতাভ এবং অভিষেক বচ্চন

একাধিক সূত্র মারফত খবর, ধর্মেন্দ্রর মৃত্যুর পরই শেষকৃত্যের জন্য তাঁকে মুম্বইয়ে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কিছু সংবাদমাধ্যমও দাবি করছে, প্রয়াত হয়েছেন শোলের অন্যতম মুখ্য চরিত্র তথা কিংবদন্তি অভিনেতা। মিডিয়ায় ভেসে আসা বেশ কয়েকটি খবর থেকে জানা গেল, পরিবারের পাশাপাশি ইতিমধ্যেই ধর্মেন্দ্রর শেষকৃত্যের আগে শ্মশানে পৌঁছেছেন বন্ধু অমিতাভ বচ্চন এবং তাঁর ছেলে অভিষেক বচ্চন। একে একে বলিউড জগতের একাধিক পরিচিত মুখকে শ্মশানে আসতে দেখা যাচ্ছে।

ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে শোক প্রকাশ করেছেন পরিচালক করণ জোহার

সোমবার, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিখ্যাত অভিনেতা ধর্মেন্দ্রর একটি পুরনো ছবি পোস্ট করে চলচ্চিত্র পরিচালক করণ জোহার লিখেছেন, “একটি যুগের সমাপ্তি… একজন বিরাট মেগা তারকা… মূল ধারার সিনেমার একজন নায়কের মূর্ত, অবিশ্বাস্যভাবে সুদর্শন এবং সবচেয়ে রহস্যময় পর্দার নায়ক প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব কিংবদন্তি, সিনেমার ইতিহাসের পাতায় সংজ্ঞায়িত থাকবে এই মহান ব্যক্তিত্বের নাম। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তিনি মানুষ হিসেবে একজন সেরা ব্যক্তি। আমাদের ইন্ডাস্ট্রির সকলকে খুব ভালবাসতেন… তিনিও ছিলেন সকলের প্রিয়। তাঁর অপরিসীম ভালবাসা, আশীর্বাদ, আলিঙ্গন সবই খুব মিস করব।” ভারতীয় অভিনেতার আত্মার শান্তি কামনা করেই পোষ্টের শেষে ওম শান্তি লিখেছেন করণ। ভারতীয় পরিচালকের পাশাপাশি একে একে ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে শোক জ্ঞাপন করছেন চলচ্চিত্র জগতের অনেকেই।

অবশ্যই পড়ুন: রোহিতের সাথে ওপেনিংয়ে ইনি! প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ODI-তে কেমন হবে ভারতের একাদশ?

 

উল্লেখ্য, নেট দুনিয়ায় ফের ধর্মেন্দ্রর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও কিংবদন্তি অভিনেতার মৃত্যু এখনও পর্যন্ত নিশ্চিত করেনি তাঁর পরিবার। সূত্রের খবর, অভিনেতার ঘনিষ্ঠ মহলে এ বিষয়ে জানতে চাওয়া হলে তাঁরা কেউই এখনই মুখ খুলতে রাজি হননি। তবে একাধিক সংবাদমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রের দাবি যদি সত্যি হয়, তবে ভারতীয় চলচ্চিত্র জগতে আর দেখা মিলবে না এই প্রবাদপ্রতিম অভিনেতার।

Leave a Comment