প্রীতি পোদ্দার, কলকাতা: শীতের (Weather Update) দাপটে জুবুথুবু গোটা বাংলা। এখনই তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। আগেই বলা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত জারি থাকতে পারে তীব্র শৈত্যপ্রবাহ ও ঠান্ডাজনিত পরিস্থিতি। সেই সঙ্গে সকালবেলা ঘন কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে। আর এই আবহে এবার নিম্নচাপের সতর্কবাণী দিল হাওয়া অফিস।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি সুস্পষ্ট নিম্নচাপ। যা ক্রমশ গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আশঙ্কা করা হচ্ছে এই নিম্নচাপটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম অভিমুখে এগোবে। তবে, এর প্রভাব কোনোভাবেই পশ্চিমবঙ্গের উপর পড়বে না। ফলে রাজ্য জুড়ে উত্তুরে হাওয়ার দাপট অব্যাহত থাকবে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
আরও পড়ুনঃ পুরুলিয়াতে তুষারপাত? ভোরবেলা দেখা গেল বরফের আস্তরণ!
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার কলকাতা সহ দক্ষিন বঙ্গে শুষ্ক এবং শীতল আবহাওয়া বিরাজ করবে। তবে কলকাতায় তাপমাত্রা খানিক বাড়লেও অন্যান্য জেলাগুলির জন্য কোল্ড ওয়েভের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের ৩-৫ ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে।পশ্চিমের জেলাগুলিতে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। পাশাপাশি, ভোরের দিকে ঘন কুয়াশা থাকবে বেশির ভাগ জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় সকালের দিকে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। সপ্তাহান্তে ফের তাপমাত্রা বাড়তে পারে।
আরও পড়ুন: শীঘ্রই ট্রায়াল, পরিষেবার জন্য প্রস্তুত দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন! কবে গড়াবে চাকা?
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের তাপমাত্রা কম বেশি হলেও উত্তরবঙ্গের সমগ্র জেলায় এখনো কনকনে ঠান্ডা জারি থাকবে। এক বা দু’টি জায়গায় ঘন কুয়াশা পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যার ফলে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বৃহস্পতি ও শুক্রবার ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ‘শীতল দিন’ থাকতে পারে আগামীকাল।
888jogosbet é confiável. Boas opções de apostas em diversos esportes. Plataforma fácil de usar, recomendo 888jogosbet.