শৈত্যপ্রবাহ দক্ষিণবঙ্গের ৮ জেলায়, আরও বাড়বে শীতের দাপট! আগামীকালের আবহাওয়া

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েক দিন ধরেই জাঁকিয়ে শীত (Weather Update) পড়েছে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে। দিন রাত উত্তুরে হাওয়ার দাপটে ঠাণ্ডা যেন আরও জাঁকিয়ে বসেছে। তাই স্বাভাবিকভাবেই সমতলেই এখন পাহাড়ের অনুভূতি নিচ্ছে সকলে। আবহাওয়াবিদরা বলছেন, ১৯৬৫ সালে একবার কলকাতার তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে নেমে গিয়েছিল।এরপর ২০১২ সালের ডিসেম্বরে ছিল ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। পরে আবার ২০২৩ সালে ডিসেম্বর একবার ১১-র নীচে নেমেছিল তাপমাত্রা, এবার নাকি সেই রেকর্ডও ভাঙতে বসেছে।

জানা গিয়েছে এই মুহূর্তে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে, যা আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে ডিপ্রেশনে পরিণত হতে পারে। এর পাশাপাশি ত্রিপুরা ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই দুই ব্যবস্থার প্রভাবে পশ্চিমবঙ্গ জুড়ে উত্তর-পশ্চিম ও উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়া বইবে, যার জেরেই তাপমাত্রা নামবে স্বাভাবিকের নিচে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কনকনে শীত নাকি আরও অন্তত ৪ দিন থাকবে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

আরও পড়ুনঃ জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে? সামনে এল বড় আপডেট

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার, সকাল থেকেই কনকনে ঠাণ্ডা এবং কুয়াশাচ্ছন্ন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কোনও এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার কম থাকতে হবে। মোটের ওপর শুষ্কই থাকবে আবহাওয়া। হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় শীতের দাপট বাড়বে। পশ্চিমের জেলাতে ও ব্যাপক ঠান্ডা পড়বে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৬,৭১৫ টাকা করে দিচ্ছে সরকার? কারা পাবে? জানুন

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকালও শীতের দাপট বজায় থাকবে উত্তরবঙ্গের সমস্ত জেলায়। গোটা সপ্তাহ জুড়ে আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। তবে হালকা থেকে মাঝারি কুয়াশা প্রায় সব জেলাতেই থাকতে পারে। উত্তরবঙ্গে সতর্কতা আরও বেশি—আগামী কয়েক দিনে অধিকাংশ জেলায় ঘন কুয়াশা নামতে পারে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে শুক্রবার সকাল পর্যন্ত ‘শীতল দিন’ থাকতে পারে বলেও জানানো হয়েছে।

Leave a Comment