শোনা যাবে নিখুঁত ভয়েস, VoLTE-র জায়গায় VoNR আনল Jio! কীভাবে চালু করবেন?

VoNR

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের টেলিকম ইন্ডাস্ট্রিতে আবারO বিরাট পদক্ষেপ রিলায়েন্স Jio-র। এবার তারা চালু করেছে নতুন প্রজন্মের ভয়েস কলিং প্রযুক্তি VoNR (Voice over New Radio)। সহজ ভাষায় আপনি এদিকে VoLTE-র আপগ্রেড বলতে পারেন। তবে এই গোটা পরিষেবাটি তৈরি হয়েছে জিওর নিজস্ব 5G প্রযুক্তির উপর ভিত্তি করেই।

অর্থাৎ, এবার থেকে Jio নেটওয়ার্কে শুধুমাত্র দ্রুতগতির ইন্টারনেট মিলবে না, বরং এক্কেবারে স্টুডিও কোয়ালিটির মতো পরিষ্কার ভয়েস কল করা যাবে। চলুন জেনে নেওয়া যাক এই VoLTE এবং VoNR-র পার্থক্য কোথায় এবং কীভাবে এটিকে চালু করবেন।

কী এই VoNR?

জিওর ভাইস প্রেসিডেন্ট আয়ুষ ভাটনগর সম্প্রতি লিঙ্কডিনে এই পরিষেবা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। তিনি বলেছেন, এই প্রযুক্তি দেশীয়ভাবেই তৈরি এবং এটি 5G নেটওয়ার্কের উপর নির্ভর করেই তৈরি করা হচ্ছে। এর ফলে আপনার ফোন আর কল করার সময় পুরনো 4G নেটওয়ার্কের সাহায্য নেবে না। মোদ্দা কথা, 5G সিগন্যালে চলা ফোন এখন থেকে ছোট স্টুডিওর মতোই কাজ করবে।

VoLTE এবং VoNR-র পার্থক্য

প্রথমত, VoLTE কাজ করে 4G LTE নেটওয়ার্কের উপর, আর VoNR সম্পূর্ণ 5G নেটওয়ার্কের উপর ভিত্তি করেই চলবে। দ্বিতীয়ত, VoNR-এ কল সঙ্গে সঙ্গে কানেক্টেড হয়ে যাবে, আর VoLTE-তে সামান্য দেরি হয়। তৃতীয়ত, VoNR-এ অনেক বেশি পরিষ্কার ও স্পষ্ট ভয়েস পাওয়া যাবে। তবে VoLTE-তে সেটা পাওয়া যায় না। VoNR-এ হঠাৎ কল বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। পাশাপাশি VoNR ব্যবহার করলে ফোনের ব্যাটারি অনেকটাই কম খরচ হবে। কারণ 5G নেটওয়ার্ক বেশি দ্রুত কাজ করে। বলতে গেলে, VoLTE যেখানে পুরনো প্রযুক্তি আর VoNR সেখানে নতুন প্রজন্মের 5G পরিষেবার উপর বেস করে চলা ফোনের সিগন্যালিং সিস্টেম।

কোন শর্তগুলি পূরণ করতে হবে?

তবে এই VoNR চালু করার জন্য অবশ্যই আপনার কাছে একটি 5G স্মার্টফোন থাকতে হবে এবং ফোনে সক্রিয় জিওর সিম থাকতে হবে। এমনকি সিমে রিচার্জ প্ল্যান চালু থাকতে হবে। ন হলে এই পরিষেবা চালু করতে পারবেন না।

আরও পড়ুনঃ ফের চড়ল সোনার দাম, ছ্যাঁকা দিচ্ছে রুপো! আজকের রেট

কীভাবে চালু করবেন VoNR?

ফোনে VoNR চালু করার জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে ফোনের Settings-এ যান।
  • এরপর Mobile Network Settings-এ ক্লিক করুন।
  • সেখানে Jio SIM সিলেক্ট করে VoNR অপশনটিকে দেখতে পাবেন।
  • যদি ডিফল্ট ভাবে এটি বন্ধ থাকে, তাহলে অন করে দিন।
  • এরপর ইন্টারনেট কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যাবে, তারপর সিগন্যালের পাশে Vo5G বা VoNR লেখা দেখা যেতে পারে।
  • যদি সঙ্গে সঙ্গে না দেখা যায় তাহলে ফোনটিকে একবার রিস্টার্ট করতে হবে।

Leave a Comment