বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইস্টবেঙ্গলের সাথে সম্পর্ক দীর্ঘায়িত হল শৌভিক চক্রবর্তীর। আপাতত যা খবর, আগামী 2 বছরের জন্য লাল হলুদের সাথে চুক্তি বেড়েছে শৌভিকের। কাজেই 2026-27 মরসুমে তিনি যে মশাল শিবিরে থাকছেন এ কথা একেবারে জলের মতো পরিষ্কার। শনিবার এক বিবৃতিতে বঙ্গসন্তানের সাথে চুক্তির কথা ঘোষণা করেছিল কলকাতা ময়দানের এই প্রধান।
শৌভিককে নিয়ে কোচ অস্কারের বক্তব্য
সমস্ত জল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে শৌভিক সাথে চুক্তি বাড়িয়ে নিয়েছে মোহনবাগানের প্রতিবেশী। এমতাবস্থায়, 2022 সাল থেকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য প্রসঙ্গে কথা বলতে গিয়ে লাল হলুদের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো বলেন, ওর সাথে চুক্তি বাড়িয়ে আমরা শুধুমাত্র একটা প্রতিভাকেই ধরে রাখলাম না, বরং এই ক্লাবের প্রতি ওর দায়বদ্ধতাকেও সম্মান জানলাম।
এরপরই কোচ বলেন, মাঠের বাইরে হোক কিংবা মাঠের ভেতরে ইস্টবেঙ্গল দলের সম্মান রক্ষার কথা উঠলে সবার আগে থাকে শৌভিক। তাছাড়াও সতীর্থদের থেকে কীভাবে সমীহ আদায় করে নিতে হয় সেটা ওর জানা আছে।
ইস্টবেঙ্গলে শৌভিকের যাত্রা
2022 সালে ভিন রাজ্যের ফুটবল দল হায়দরাবাদ ছেড়ে কলকাতার বটবৃক্ষ ইস্টবেঙ্গলে আশ্রয় নিয়েছিলেন ভারতীয় ফুটবলার শৌভিক চক্রবর্তী। সেই থেকে লাল হলুদ শিবিরের অন্যতম প্রয়োজনীয় সদস্য তিনি। বলে রাখি, মশাল আঁকা জার্সি গায়ে আজ পর্যন্ত 65টি ম্যাচে অংশ নিয়ে 4601 মিনিট সময় দিয়েছেন ইস্টবেঙ্গলকে।
সেই সাথেই 1টি করে গোল ও অ্যাসিস্ট রয়েছে তাঁর। তবে যদি গত মরসুম প্রসঙ্গে কথা বলা যায় সেক্ষেত্রে, লাল হলুদের হয়ে মোট 28 ম্যাচে অংশ নিয়েছিলেন শৌভিক। প্রতিপক্ষের বিরুদ্ধে বারংবার মাঝ মাঠে ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠার চেষ্টা করেছিলেন এই বাঙালি তারকা।
অবশ্যই পড়ুন: শিয়ালদহ স্টেশনে তরোয়াল নিয়ে উদ্যম নৃত্য! অস্ত্রের আঘাতে রক্তাক্ত নিত্যযাত্রী
উল্লেখ্য, প্রিয় দল ইস্টবেঙ্গলের সাথে চুক্তি দীর্ঘায়িত হওয়ায় একেবারে একরাশ আনন্দ নিয়েই শৌভিক বলেছেন, ইস্টবেঙ্গলের হয়ে গত তিন বছর ধরে খেলাটা আমার জন্য সত্যিই গর্বের। এই দলটার সাথে অনেক স্মৃতি রয়েছে। সুপার কাপ জিতেছি। সবশেষে চক্রবর্তী বলেছিলেন, আগামী দুই মরসুমে পুরনো পারফরমেন্স অতিক্রম করতে চাই। এদিন তাঁর প্রধান বক্তব্য ছিল, ইস্টবেঙ্গলকে আরও সাফল্য পাইয়ে দিতে চাই।