শ্মশান বিক্রির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে! শেষ দেখে ছাড়ব হুঙ্কার অশোক দিন্দার

Ashok Dinda

প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা ভোটের এখনও বেশ কয়েক মাস বাকি। দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু দিন ঘোষণা না হলেও ভোট প্রচারে আর দেরি করতে চাইছে না শাসক দল থেকে শুরু করে বিরোধীদলের নেতা মন্ত্রীরা। এমতাবস্থায় শাসকদলের বিরুদ্ধে উঠে এলে গুরুতর অভিযোগ। জানা গিয়েছে, শ্রীরামপুরের তেলিপোতা এলাকায় সরকারি জায়গা, শ্মশান বিক্রি করেছে তৃণমূল। আর সেই অভিযোগের ভিত্তিতে পরিদর্শনে গেলেন ময়নার বিধায়ক অশোক দিন্দা (Ashok Dinda)।

এলাকা পরিদর্শনে গেলেন ময়নার বিধায়ক

উল্লেখ্য, ময়নার বিধায়ক হওয়ার পর অশোক দিন্দা নানা সমস্যা নিয়ে বারবার সোচ্চার হতে দেখা যায় তাঁকে। কখনও ময়নার মানুষের জল যন্ত্রণা নিয়ে সোচ্চার হয়েছেন, আবার কখনও ময়নায় মাছ চাষিদের সমস্যা নিয়ে সোচ্চার হয়েছেন। এবারও তার অন্যথা হয়নি। রিপোর্ট মোতাবেক, এদিন শ্রীরামপুরের তেলিপোতা এলাকায় বেশিরভাগ সরকারি জমি, শ্মশানভূমি পরিদর্শনে গিয়েছিলেন ময়নার বিধায়ক। অভিযোগ ৩৫ হাজার টাকায় সরকারী জমির উপর নির্মিত ঘর বাড়ি বিক্রি করে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা চিত্তরঞ্জন ভৌমিক। শুধু তাই নয়, সরকারি জমির উপর নির্মিত বিক্রির অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ এক একটি বন্দে ভারত স্লিপার কোচের দাম কত? কিছুদিন পরেই চলবে হাওড়া থেকে

তৃণমূল নেতার বিরুদ্ধে গর্জে উঠলেন অশোক দিন্দা

জানা গিয়েছে, শ্রীরামপুরের শ্মশান ভূমি যে কিনেছে, সেই মালিকও নাকি দাহ করার জন্য দেহপিছু পরিবারের কাছে ১০ হাজার টাকা দাবি করেছেন যে নিয়ে হুলুস্থুল কাণ্ড এলাকাবাসীর মধ্যে। কাছাকাছি শ্মশানভূমি বলতে এই এলাকা হওয়ায় মাথায় হাত পড়েছে গ্রামবাসীদের। সমস্ত এলাকা পরিদর্শন করে ময়নার বিধায়ক অশোক দিন্দা জানিয়েছেন খুব শীঘ্রই এই অভিযোগের ভিত্তিতে মামলা করা হবে। তিনি জানিয়েছেন, “ আমরা এর শেষ দেখে ছাড়বো, দরকার পড়লে আমরা কলকাতা হাইকোর্টে যাব।”

আরও পড়ুন: হাওড়া ডিভিশনে তিনদিন বাতিল ২০ লোকাল ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

প্রসঙ্গত, কিছুদিন আগেই নিজেকে ময়না বিধানসভার প্রার্থী হিসেবে ঘোষণা করে দিলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। তিনি বলেছিলেন, “ ২০২৬-এ ৯৯.৯৯৯ শতাংশ অশোক দিন্দাই দাঁড়াবে। বলে দিলাম। ভারতীয় জনতা পার্টি, যদিও ঠিক নেই কে কোথা থেকে দাঁড়াবে। কিন্তু আমি বলছি, নিজের থেকেই বলছি, ৯৯.০০৯% অশোক দিন্দাই দাঁড়াবে। আমিই দাঁড়াব। ‘২৬-এর ভোটের আগে তৃণমূল এখানে প্রার্থী পাবে না। কেউ দাঁড়াবে না। ময়না থেকে ১০ হাজার লিড আছে, এটা গিয়ে দাঁড়াবে ২০-২৫ হাজার লিড।” যদিও এই নিয়ে কোনো মতামত দেয়নি বিজেপি।

Leave a Comment