“ষড়যন্ত্রকারীরা কিছুতেই রেহাই পাবে না..” ভুটান থেকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

PM Narendra Modi

প্রীতি পোদ্দার, কলকাতা: সোমবার সন্ধ্যা নাগাদ দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ট্রাফিক সিগন্যালে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়। আর তাতেই কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটা বেশি ছিল যে কাছাকাছি থাকা যানবাহনের জানালার কাচ, লাল কেল্লা মেট্রো স্টেশনের কাচ ভেঙে গিয়েছে। ঘটনায় আহতের পাশাপাশি মৃতের সংখ্যাও বেড়েই চলেছে। এখনও পর্যন্ত এটি আত্মঘাতী হামলা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এমতাবস্থায় এই বিস্ফোরণে ষড়যন্ত্রকারীদের রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।

ষড়যন্ত্রকারীদের উদ্দেশে কড়া বার্তা মোদীর

রিপোর্ট মোতাবেক আজ অর্থাৎ মঙ্গলবার দু’দিনের জন্য ভুটান সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভুটানের থিম্পুতে আয়োজিত গ্লোবাল পিস প্রেয়ার ফেস্টিভালে বক্তব্য রেখেছেন তিনি। আর সেখান থেকেই দিল্লি বিস্ফোরণের সঙ্গে যুক্ত ষড়যন্ত্রকারীদের উদ্দেশে কড়া বার্তা প্রেরণ করেন তিনি। প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, “আজ আমি এখানে অত্যন্ত ভারী মন নিয়ে এসেছি। গতকাল সন্ধেয় দিল্লিতে হওয়া ভয়াবহ ঘটনায় সকলেই ভেঙে পড়েছি। আমি আহত এবং মৃতদের পরিবারের দুঃখকে বুঝতে পেরেছি। আজ গোটা দেশ ওদের পাশে রয়েছে। আমি কাল রাত পর্যন্ত তদন্তের সঙ্গে যুক্ত সমস্ত এজেন্সির সঙ্গে, সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। আলোচনাও করেছি। আমাদের এজেন্সিগুলি এই ঘটনার শিকড় পর্যন্ত পৌঁছবে। আপনাদের স্পষ্ট জানিয়ে দিচ্ছি এই ঘটনার সঙ্গে জড়িত ষড়যন্ত্রকারীরা কিছুতেই রেহাই পাবে না।”

উচ্চ পর্যায়ের বৈঠক অমিত শাহের

লাল কেল্লার কাছে শক্তিশালী বিস্ফোরণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে রিপোর্ট জমা দিয়েছেন অমিত শাহ। রাতেই রাতে দিল্লির পুলিশ কমিশনার সতীশ বোলচার সঙ্গে বিস্ফোরণ নিয়ে কথা বলার পর প্রধানমন্ত্রীকে এই বিষয়ে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল রাত থেকেই উচ্চ পর্যায়ের বৈঠক করে চলেছেন অমিত শাহ। আজ ফের আরও একদফা বৈঠক সেরেছেন দিল্লির পুলিশ কমিশনার-সহ উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে। পরিস্থিতি খতিয়ে দেখার জন্য দফায় দফায় বৈঠক চলছে। ইতিহাস ঘাটলে দেখা যাবে মুম্বইয়তে জঙ্গি হামলা হয়েছিল ২৬/১১ তে। এবার দিল্লিতে সেই ঘটনা ঘটল ১০/১১ তে। তাতেই পুলওয়ামার কানেকশন আছে কি না তা নিয়ে চলছে জোর জল্পনা।

আরও পড়ুন: মহিলার ম্যাসাজ করছেন তৃণমূল কাউন্সিলর প্রিয়নাথ সাউ! ভিডিও ঘিরে তোলপাড় রামপুরহাট

প্রসঙ্গত, দিল্লিতে যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে, সেই গাড়ির মালিক ছিল উমর মহম্মদ। তার ছবি গতকাল ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। জানা গিয়েছে, সুনহেরি মসজিদ থেকে লাল কেল্লা মেট্রো স্টেশন পর্যন্ত গাড়িটি চালিয়ে এনে বিস্ফোরণ ঘটানো হয়। তদন্তকারীরা মনে করছেন, সোমবার রাজধানীর একাধিক এলাকায় বিপুল পরিমাণে RDX উদ্ধার হওয়া এবং গ্রেপ্তারিতে ভয় পেয়ে গিয়ে তড়িঘড়ি বিস্ফোরণ ঘটিয়েছে উমর। এদিকে দিল্লি বিস্ফোরণে উমরের নাম জড়ানোয় বিপর্যস্ত তাঁর পরিবার। পড়াশোনায় এত ভালো ছেলে যে নাশকতার সঙ্গে জড়িয়ে পড়েছে সেটা কিছুতেই মেনে নিতে পারছে না পরিবার।

Leave a Comment