‘সংখ্যালঘুদের ক্ষোভ বৈধ, ওদের বলব পাশে আছি’ বেলডাঙ্গা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত অক্টোবরে দার্জিলিঙে প্রাকৃতিক দুর্যোগের পর মহাকাল মন্দিরে পুজো দেওয়ার সময় ঘোষণা করেছিলেন যে খুব শীঘ্রই দার্জিলিং এও মহাকাল মন্দির নির্মাণ করা হবে। এবার সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। আজ অর্থাৎ শুক্রবার শিলিগুড়ি সফরে এসে রাজ্যের সবচেয়ে বড় মহাকাল মন্দিরের শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যাত্রা শুরু করলেন শিলিগুড়ির উদ্দেশে।

সাংবাদিকদের মুখোমুখি মমতা

প্রশাসনের তরফে জানানো হয়েছে, আজ অর্থাৎ শুক্রবার, বিকেল সাড়ে চারটে নাগাদ শিলিগুড়ির মাটিগাড়ায় বহু প্রতীক্ষিত মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বেরিয়ে পড়লেন তিনি। এদিন কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশে রওনা হওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি জানান, “জমি অধিগ্রহণ হয়ে গেছে, আজ শিলান্যাস করব।” পাশাপাশি কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতিকে অভিনন্দন জানিয়েছেন মমতা। বলেছেন, “আজ হাইকোর্টের প্রধান বিচারপতি শপথ নিয়েছেন, অভিনন্দন জানাচ্ছি।”

বিজেপি এবং নির্বাচন কমিশনকে তোপ মমতার

এছাড়াও শিলিগুড়ির উদ্দেশে যাত্রা করার আগেই এদিন, মমতা বন্দ্যোপাধ্যায় ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের ওপর অত্যাচার এবং SIR শুনানিতে সাধারণের হয়রানি নিয়ে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে টার্গেট করেছেন। তিনি বলেছেন, “বিহারে কাল এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রতিদিন পরিযায়ী শ্রমিকের ওপর অত্যাচার হচ্ছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে পরিযায়ী শ্রমিককে হত্যা করা হচ্ছে, ন্যক্কারজনক ঘটনা।” এছাড়াও মমতার আরও সংযোজন, “সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও আধার কার্ড গ্রহণ করা হচ্ছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি ঠিক করবে ? মানুষের সঙ্গে ছিলাম, আছি, থাকব, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার অন্যায়, স্বৈরাচারীর বিরুদ্ধে লড়াই চলবে।” নির্বাচন কমিশনকে এদিন চেয়ারের মর্যাদা রক্ষা করার হুঁশিয়ারও দেন।

আরও পড়ুন: থাকবে ১ লক্ষ মানুষের দর্শনের ব্যবস্থা! শিলিগুড়িতে আজ মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মমতা

ঝাড়খন্ডে মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাসিন্দা পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার কাণ্ড নিয়ে সকাল থেকেই বিক্ষোভ পরিস্থিতি তৈরি হয়েছিল বেলডাঙ্গায়। সড়ক এবং রেলপথ অবরোধ করা হয়েছিল অনেকক্ষণ, যা নিয়ে বিরোধীরা বেশ ক্ষোভ প্রকাশ করেছিল সরকারের প্রতি। এই ঘটনায় মমতা দাবি করেন, “ বেলডাঙায় কাদের প্ররোচনা সবাই জানে। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য উস্কানি দেওয়া হচ্ছে। মুসলমানদের ক্ষোভ বৈধ। প্রতিদিন হোয়াটস্অ্যাপে পরিবর্তন হচ্ছে, বিএলও-দের ওপর চাপ দেওয়া হচ্ছে। দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি।” এদিকে এই ঘটনার খবর দর্শকদের সামনে তুলে ধরতে গিয়ে আক্রান্ত হন এক সাংবাদিক। সেই নিয়ে মমতা বলেন, “ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন। আমি সংখ্যালঘুদের পাশে আছি, কেউ কোনোভাবে উত্তপ্ত হবেন না।”

প্রসঙ্গত, আজ শিলিগুড়ি সফরে এসে মমতার মহাকাল মন্দিরের শিলান্যাস করা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিজেপি নেতা তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এদিন মমতাকে নিশানা করে জানিয়েছেন, “২০২৬ সালের বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই ধরনের ধর্মীয় প্রকল্পের শিলান্যাস আসলে মমতার ভোটমুখী রাজনীতির পরিচয়।” যদিও এই মন্তব্যের নিরিখে এখনও তৃণমূলের তরফে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি ও জলপাইগুড়ি সফরকে ঘিরে উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

Leave a Comment