সংস্পর্শে এসেছিলেন ১২০ জনের, কোমায় চলে গেলেন নিপা ভাইরাসে আক্রান্ত বাংলার নার্স

Nipah Virus

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের রাজ্যে ছড়িয়ে পড়ল নিপা ভাইরাসের (Nipah Virus) আতঙ্ক। পূর্ব বর্ধমানের কাটোয়ায় কর্মরত এক নার্সের শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ। এমনকি স্বাস্থ্য দফতর সূত্রে খবর পাওয়া গিয়েছে, আক্রান্ত ওই নার্সের শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সঙ্কটজনক, এবং বর্তমানে তিনি ভেন্টিলেশনে রয়েছেন ও কোমায় চলে গিয়েছেন।

নার্সদের মধ্যে নিপা ভাইরাস সংক্রমণ

নমুনা পরীক্ষার রিপোর্টে কাটোয়ার নার্সের নিপা ভাইরাস পজিটিভ আসতে গোটা রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের এক নার্সের শরীরেও নিপা ভাইরাস সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ওই দুই নার্স বর্তমানে বারাসাতের নারায়ণা হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ওই দুই নার্স মোট ১২০ জন মানুষের সংস্পর্শে এসেছিলেন। এমনকি ইতিমধ্যেই তাদের মধ্যে অন্তত ৫০ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। সংস্পর্শে আসা প্রত্যেকেই আপাতত কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফ থেকে, যাতে অন্যান্য মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে না পড়ে।

এদিকে কাটোয়ায় আক্রান্ত ওই নার্স ঠিক কার কার সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখতে স্বাস্থ্য দফতরের তরফ থেকে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। পূর্ব বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিজেই এই বিষয়ে তদারকি করছেন। পাশাপাশি আক্রান্ত নার্সের সংস্পর্শে আসা প্রত্যেক ব্যক্তির আলাদা করে তালিকা তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই কাটোয়া মহকুমা হাসপাতালে চারজন কর্মীকে চিহ্নিত করা হয়েছে। আর তাদের প্রত্যেককেই আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, নিপা ভাইরাস প্রথমবার সনাক্ত হয় ১৯৯৮ সালে মালয়েশিয়ায়। সেই সময় শূকরের পশম থেকেই এই ভাইরাস ছড়ায়। আর এই ঘটনায় মোট ২৬৫ জন আক্রান্ত হয়েছিলেন, যার মধ্যে ১০৮ জনের মৃত্যু হয়। পরবর্তী সময়ে ১৯৯৯ সালে সিঙ্গাপুরে ১১ জন নিপা ভাইরাসে আক্রান্ত হয়। আর ভারতে প্রথম নিপা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে ২০০৭ সালে শিলিগুড়িতে। পাশাপাশি কেরালাতেও ছড়িয়ে পড়ে এই মারাত্মক ভাইরাস।

Leave a Comment