সহেলি মিত্র, কলকাতাঃ বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে। যদিও এই নিম্নচাপের প্রভাব বেশিদিন বাংলার উপর থাকবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ অঞ্চল গড়ে উঠেছে। দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পূর্ব-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অঞ্চলটি ছিল, তা এখনও সক্রিয়। তার সঙ্গেই সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। সেটি আগামী ২৪ ঘণ্টায় আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরবে। এ ছাড়া মৌসুমি অক্ষরেখা বর্তমানে বিকানের, দামোহ, বিলাসপুর হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ মৌসুমী অক্ষরেখা নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের দাপটে হাল বেহাল হতে চলেছে পশ্চিমবঙ্গবাসীর। যাইহোক আজ শনিবার সারাদিন সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে তা জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগণা জেলায়। উল্লেখিত জেলাগুলিতে ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়।
আগামীকালের আবহাওয়া
নিশ্চয়ই ভাবছেন রবিবার কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ছুটির দিনে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এ ছাড়া, সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পঙে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলী, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়।