সক্রিয় মৌসুমি অক্ষরেখা, ছুটির দিনে ভারী বৃষ্টির সতর্কতা ৩ জেলায়, আজকের আবহাওয়া

weather today

সহেলি মিত্র, কলকাতাঃ আকাশ কালো তো হচ্ছে, কিন্তু বৃষ্টি কই? সকলের মুখে এখন এই একটাই কথা। একদিকে যখন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হচ্ছে তখন দক্ষিণবঙ্গ জ্বালাপোড়া গরমে নাজেহাল হচ্ছে। ছিটেফোঁটা বৃষ্টি হলেও গরম যেন আরও জাঁকিয়ে বসছে। তাহলে কি দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি বিদায় নিল? আরে দাঁড়ান দাঁড়ান, আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আজ রবিবার ছুটির দিনেও হবে বৃষ্টি। এরপর সোমবার ও মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলে খবর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক রবিবার ছুটির দিন সারাদিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather)। আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উল্টে গরম বাড়বে ৩ থেকে ৪ ডিগ্রি অবধি। অর্থাৎ পুজোর সময়ে যদি শপিং করার প্ল্যান থাকে তাহলে সে বৃষ্টি হোক বা না হোক, ব্যাগে বেশি করে জল এবং ছাতা সঙ্গে রাখতে কিন্তু ভুলবেন না। আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর জানিয়েছে, বর্তমানে মৌসুমি অক্ষরেখা এখন ওড়িশায় রয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝি ফের তা বাংলায় ঢুকবে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। সে কারণে সপ্তাহের মাঝামাঝি সময় থেকে বাড়বে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি। তার আগে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। রবিবার ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে দার্জিলিং এবং কোচবিহার জেলায়।

আগামীকালের আবহাওয়া

সোমবার অর্থাৎ সপ্তাহের শুরু থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি। সেইসঙ্গে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। সোমবার, মঙ্গলবার ও বুধবার টানা বৃষ্টি চলবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। এছাড়া বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

Leave a Comment