বিক্রম ব্যানার্জী, কলকাতা: গাড্ডায় ভারতীয় ফুটবল। দেশের সর্বোচ্চ ফুটবল লিগ ISL নিয়ে সঙ্কটের মাঝে একের পর এক ক্লাব থেকে আসছে দুঃসংবাদ। সম্প্রতি ওডিশা এফসির তরফে ফুটবলার থেকে শুরু করে কোচিং স্টাফ সহ দলের সাথে যুক্ত অন্যান্য কর্মীদের বেতন বন্ধ করে দেওয়া হয়।
এবার সেই পথেই হাঁটল সুনীল ছেত্রীর দল বেঙ্গালুরুও। জানা যাচ্ছে, ভারতীয় ফুটবলের দুঃসময়ে ছেত্রীদের পাশাপাশি কোচ ও স্টাফদের বেতন বন্ধ করে দিল বেঙ্গালুরু। সোমবার রাতেই বিবৃতি প্রকাশ করে ক্লাবটি জানিয়ে দেয়, ISL অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা।
শুধুই সিনিয়র দলের বেতন বন্ধ করা হয়েছে?
সোমবার বেঙ্গালুরুর তরফে বিবৃতি জারি করে স্পষ্ট জানানো হয়, দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ ISL অনির্দিষ্টকালের জন্য স্থগিত। মূলত সে কারণেই, দলের প্লেয়ার থেকে শুরু করে কোচ এবং স্টাফদের বেতন আপাতত বন্ধ করা হল। লিগ শুরু নিয়ে AIFF ও FSDL-এর মধ্যেকার সমস্যা এখনও মেটেনি। দুপক্ষই যেন দ্রুত এই বিষয়টা পরিষ্কার করে।
তবে জানা যাচ্ছে, বেঙ্গালুরু শুধুই তাদের সিনিয়র দলের বেতন বন্ধ করেছে। হ্যাঁ, রিপোর্ট অনুযায়ী, ছেত্রীদের বেতন বন্ধ করলেও জুনিয়র দল সহ অন্যান্য ক্ষেত্রে সব কাজই চালিয়ে যাচ্ছে ভিন রাজ্যের ক্লাবটি।
ওড়িশাতেও একই চিত্র
বেঙ্গালুরু এফসি আগেই ভারতের আরেক জনপ্রিয় ক্লাব ওড়িশা এফসির তরফে প্লেয়ার থেকে শুরু করে কোচ এবং স্টাফদের বেতন বন্ধের ঘোষণা এসেছে। চলতি আগস্ট থেকে ক্লাবটির ফুটবলার, কোচ এবং স্টাফদের বেতন বন্ধ। বলে রাখি, চেন্নাইয়িন এফসির তরফে এখনও পর্যন্ত এমন সিদ্ধান্ত নেওয়া না হলেও, ইন্ডিয়ান সুপার লিগ সংক্রান্ত বিভিন্ন বিভাগে ছুটি ঘোষণা করে দিয়েছে ক্লাবটি।
সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে সকলেই
ইন্ডিয়ান সুপার লিগ আপাতত অনিশ্চত। ফেডারেশনের সাথে FSDL এর সমস্যা থাকায় ফের কবে নতুন চুক্তি হবে তা নিয়ে আপাতত কোনও উত্তর নেই কারোর কাছেই। সবটাই নির্ভর করছে দেশের শীর্ষ আদালতের রায়ের উপর। মূলত সে কারণেই, ভারতীয় ফুটবলের সাথে যুক্ত ফুটবলার, কোচ থেকে শুরু করে সাপোর্টিং স্টাফ সকলেই সুপ্রিম কোর্টের নির্দেশের অপেক্ষায়। আসলে, শীর্ষ আদালত ফেডারেশনের নয়া গঠনতন্ত্র ঘোষণা না করা পর্যন্ত কোনও সমস্যাই মিটবে না।
অবশ্যই পড়ুন: প্লেয়ার অফ দ্যা ম্যাচ, পদক নিলেও এই বিশেষ পুরস্কারটি প্রত্যাখ্যান করেন সিরাজ! কারণ কী?
উল্লেখ্য, ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে জট থাকায় ইতিমধ্যেই 8টি ISL ক্লাব ফেডারেশন প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে চিঠি দিয়ে ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে নিশ্চয়তা চেয়েছে। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত ফেডারেশনের হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই কল্যাণের। তবে আসনে থাকার কারণে প্রেসিডেন্ট হিসেবে আগামী 7 আগস্ট 8 দলের সিইওদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন তিনি। সূত্রের খবর, ওই আলোচনা সভায় উপস্থিত থাকতে পারেন FSDL কর্তারাও।